ফুটবল খেলছে চারপেয়ে রোবট

ফুটবল খেলছে চারপেয়ে রোবট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ জুন, ২০২৩

যন্ত্র থেকে লিওনেল মেসির মতো পায়ের জাদু লক্ষ্য করা যায় না। সেই প্রত্যাশাও সমীচীন নয়। কিন্তু জঙ্গলের ভেতর একটা রোবটকে ড্রিবল করতে দেখতে কে’ই বা আশ্চর্য হবে না?
ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির অধীনে থাকা ইম্প্রোবাবেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে এমন রোবট বানানো হয়েছে যার পা আছে। শুধু হেঁটে চলে বেড়াবার জন্যে নয়। একই পরিস্থিতিতে একই শর্তে মানুষের মতোই ফুটবল খেলতে পারে এই চারপেয়ে রোবট। চলতি বছরের রোবটিক্স আর অটোমেশনের আন্তর্জাতিক সভায় পেশ করা হবে রোবটের ড্রিবল করার নমুনা।
কিন্তু এই চারপেয়ে যন্ত্রের এমন গুণ রয়েছে যা হয়তো কোনও পেশাদার ফুটবলারের নেই। শুধু ঘাসে ঢাকা মাঠ নয়, বরং বালি, কাদা, বরফে ঢাকা মাঠেও দিব্বি খেলতে পারে এই রোবট। বিভিন্ন জমিতে বলের গতিবেগ আলাদা হয়, তার সাথে অনায়াসে মানিয়ে নিতে পারে। তাই এই রোবটের নাম দেওয়া হল ‘ড্রিবলবট’।