ফের মহাকাশে রকেট পাঠাচ্ছে স্পেসএক্স

ফের মহাকাশে রকেট পাঠাচ্ছে স্পেসএক্স

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ জুন, ২০২৩

এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স (SpaceX) আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ‘স্টারশিপ (Starship)’ লঞ্চ করতে চলেছে। এই রকেটটি চলতি বছরের 20 এপ্রিল প্রথমবারের মতো লঞ্চ করা হয়েছিল। কিন্তু SpaceX তখন সাফল্য পায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের একটি লঞ্চপ্যাড থেকে উৎক্ষপণের কয়েক মিনিট পর রকেটটিতে বিস্ফোরণ হয়।
তবে এখন আবারও স্টারশিপ রকেট উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। বুধবার একটি টুইটে, এলন মাস্ক ইঙ্গিত দিয়েছেন যে, সংস্থাটি 6 থেকে 8 সপ্তাহ পরে আরেকটি লিফটঅফের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ প্রথমবার স্পেসএক্সের লঞ্চ সাইটটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। লঞ্চের জায়গায় গর্ত তৈরি হয়েছে। সাইটটি পুনরুদ্ধার করতে কয়েক মাস সময় লাগবে বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের ব্যর্থতার পর তুমুল সমালোচনাও হয়েছিল। ইউএস ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (US Federal Aviation Administration-FAA) বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 15 =