ফ্যালকন ৯’ রকেট সপ্তম বার ৫৩ টি স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল মহাকাশে

ফ্যালকন ৯’ রকেট সপ্তম বার ৫৩ টি স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল মহাকাশে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ মে, ২০২২

স্টারলিংকের আরো একটি মিশন সম্পন্ন হলো ৩০শে এপ্রিল। ৩০শে এপ্রিল ভারতীয় সময় ভোর ৪টে ২৫ মিনিটে ‘ফ্যালকন ৯’ রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিল ৫৩ টি স্যাটেলাইট। ‘কেভ ক্যানাভ্যরান স্পেস ফোর্স স্টেশান ইন ফ্লোরিডা’ থেকে রকেট লঞ্চ করেছে। লঞ্চ কমপ্লেক্স নাম্বার ছিল ‘চল্লিশ’। এই ৫৩ টি স্যাটেলাইট ডিস অ্যান্টেনার মাধ্যমে ইন্টারনেট পরিসেবা প্রদান করবে। পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র ২০০ কিমি উপরে ছেড়ে দেওয়া হবে স্যাটেলাইটগুলিকে। উল্লেখ্য ‘ফ্যালকন ৯’ রকেটটি আসলে রিইউজেবল রকেট। এবারের মিশনে ২ মিনিট ৫০ সেকেন্ডের পর ফার্স্ট স্টেজ কমপ্লিট করে রিইউজেবল পার্ট বাকি মিশন থেকে আলাদা হয়ে নেমে আসে পৃথিবীতে। এর আগে রকেটের রিইউজেবল পার্ট ৬ বার ব্যবহৃত হয়েছে। এর আগের মিশন গুলি হলো ‘জিপিএস থ্রি- স্পেস ভ্যাকেল ফোর’, ‘জিপিএস থ্রি- স্পেস ভ্যাকেল ফাইভ’, ‘ইন্সস্পিরেশন ফোর’, ‘অ্যাক্সিয়াম ওয়ান’, এছাড়া আরো দুটি স্টার লিঙ্ক এর মিশনের পর এই সপ্তম বার ‘ফ্যালকন ৯’ রকেট উড়ল মহাকাশে। আরো ২-৩ বার এই রকেট মহাকাশযান বা স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিতে পারবে। মোটামুটি ৯-১০ বার উড়তে পারে রিউজেবল রকেট।