বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ নভেম্বর, ২০২১
স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিসার্ভ ফরেস্টে নিরাপত্তা দেওয়া হলো ৫টি বন বেড়ালের ছানাকে। মাধ্যা নারাথালী গ্রামের স্থানীয় অধিবাসীরা কৃষিকাজ করার সময় বেড়াল শ্রেণির ৫টি ছানা দেখে হতচকিত হয়ে যান। তারপর ফরেস্ট অফিসে খবর দিলে রেঞ্জ অফিসার শুভায়ু সাহা এবং বিট অফিসার সুনীল ঘোষ দ্রুত পৌঁছে যান। ফরেস্ট অফিসাররা ছবিগুলি ডাব্লিউ ডাব্লিউ আই এর টিমের সাথে শেয়ার করলে তারা এই ছানাগুলিকে বনবেড়ালের ছানা বলে নিশ্চিত করেন। এবং জানা যায় এই ছানাগুলি মায়ের সঙ্গ ছাড়া বাঁচতে পারবে না। ফলে বক্সা টাইগার রিসার্ভের অফিস সিদ্ধান্ত নেয় ছানাগুলিকে তাদের মায়ের কাছে পৌঁছে দেওয়া হবে। এই কাজে স্থানীয়রা সমস্ত প্রয়োজনীয় সহযোগীতা করেন।