বছরের প্রথম আংশিক সুর্যগ্রহণ ৩০ এপ্রিল

বছরের প্রথম আংশিক সুর্যগ্রহণ ৩০ এপ্রিল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ এপ্রিল, ২০২২

কয়েক সপ্তাহ আগে নাসার পারসেভারেন্স রোভারের সৌজন্যে মঙ্গলে সুর্যগ্রহণ দেখেছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। এবার পৃথিবীর মানুষ ২০২২-এর প্রথম সুর্যগ্রহণ দেখবেন আগামি ৩০ এপ্রিলের মাঝরাতে! কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম জানিয়েছে ৩০ এপ্রিল ১২.১৫ য় গ্রহণ শুরু হয়ে ১ মে ভোর ৪.০৭-এ শেষ হবে। এই সুর্যগ্রহণ আংশিক হবে। যেখানে সুর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। সুর্যের আলোর অনেকটা অংশ সে কিছুক্ষণের জন্য ঢেকে দেবে। আংশিক গ্রহণে সুর্যের পুরো অংশ ঢাকা চাঁদের পক্ষে সম্ভব হয় না। তাই গ্রহণের সময় সুর্যকে দেখলে মনে হবে কেউ যেন সুর্যের ওপরের অংশটা কেটে নিয়েছে।
কিন্তু এই আংশিক সুর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না বলে জানিয়েছে বিড়লা প্ল্যানেটরিয়াম। আকাশ পরিষ্কার থাকলে চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ের পশ্চিমের রাজ্যগুলির মানুষ, বলিভিয়া, পেরু, ব্রাজিলের অল্প অংশ, অ্যান্টার্কটিকার উত্তরে থাকা বাসিন্দারা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে মানুষ দেখতে পাবেন আংশিক এই সুর্যগ্রহণ।