বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ সেপ্টেম্বর, ২০২১
বিশ্ব জুড়ে উষ্ণায়নে অবিরাম গলে যাচ্ছে গ্লেসিয়ার আর বিশাল বিশাল বরফের চাঁই। যা ভাবা গিয়েছিল তার চেয়ে বেশি তাড়াতাড়ি গলছে বরফ। বিজ্ঞানীদের কাজ বেড়ে গিয়েছে এর জন্য। তারা গলে যাওয়া বরফের শাঁস সংগ্রহে নেমে পড়েছেন। নেমে পড়েছেন বললে ভুল হবে, রীতিমত দৌড়চ্ছেন! কোথাও কোথাও কাজটা করতে দেরিও হয়ে যাচ্ছে। শাঁস সংগ্রহ করার আগেই বরফ গলে জল হয়ে যাচ্ছে। গত বছরের শেষদিকে জার্মানির এক রসায়নবিদ এবং আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল সুইস-ইতালিয়ান সীমান্তে গ্র্যান্ড কমবিন গ্লেসিয়ারে বরফের শাঁস সংগ্রহ করার চেষ্টা করেছিল। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে বিজ্ঞানীদের দলটি উঠেছিলেন গ্র্যান্ড কমবিনে। কিন্তু পারেননি তাঁরা।