একাধিক বিজ্ঞানীর অনুমান আগামী এক বা দু’দশকের মধ্যে আর্কটিক গ্রীষ্মকালে বরফশূন্য হয়ে যাবে! যেভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাতে আর্কটিক সমুদ্রে এবছর সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বেশি বরফ গলার নজির স্থাপন করল। এখনও পর্যন্ত আর্কটিক সমুদ্রের ৪.৭২ মিলিয়ন বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বরফ গলেছে! কলোরেডো বিশ্ববিদ্যালয়ের স্নো অ্যান্ড আইস ডাটা বিভাগ অবশ্য জানিয়েছে ওপরের সংখ্যাটি ন্যূনতম। এবং সংখ্যাটি বৃহস্পতিবার পর্যন্ত নেওয়া হিসেব! মানে আগামীদিনে বরফ গলার অঞ্চলের পরিমাণ আরও বাড়তে পারে! ১৯৭৯ থেকে আর্কটিক সমুদ্রে নজর কাড়ার মত বরফ গলছে। এবছরের এখনও পর্যন্ত নেওয়া সংখ্যাটি আইস ডাটা হিসেব অনুযায়ী গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি বরফ গলেছে। লন্ডনের ইউনিভারসিটি কলেজের অধ্যাপক রবি ম্যালেট জানিয়েছেন আর্কটিকের এভাবে ক্রমশ বরফশূন্য হয়ে পড়ার নেপথ্যের নায়ক সেই ক্রমবর্ধমান তাপমাত্রার বৃদ্ধি। ম্যালেটের বিশ্লেষণ, “শীতে যতটা পরিমাণে বরফের ঘনত্ব বাড়ছে গ্রীষ্মকালে তার দ্বিগুণ পরিমাণে এবং দ্রুত বরফ গলে যাচ্ছে। সুতরাং উষ্ণায়নের পরিমাণ না কমাতে পারলে বরফ গলার পরিমাণ ও গতি আরও বেড়ে যাবে।”