বর্গাকার ঢেউ

বর্গাকার ঢেউ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ মে, ২০২২

সমুদ্রের ঢেউ আমরা ঢের দেখেছি। দীঘা, পুরী, মন্দারমনি। সেই সাথে সমুদ্রস্নানও। সাধারণ ভাবে এসব সমুদ্র সৈকতে যে ধরণের ঢেউ দেখতে আমরা অভ্যস্ত সেগুলি প্রায় সরলরেখার মতো বা বক্ররেখাও হতে পারে, ধারাবাহিক ঢেউ এর সারি।
কিন্তু এক ধরণের ঢেউ আছে, যাকে বলতে পারি ঘাতক ঢেউ। যা একেবারে বর্গাকৃতির। তাই এর নাম স্কয়ার ওয়েভ। এধরণের ঢেউ সর্বত্র দেখা যায় না। দূর থেকে দেখে মনে হবে মাঝ সমুদ্রে প্রকৃতি বুঝি দাবার ছক সাজিয়েছে। যদিও সৌন্দর্যের আড়ালে খুব ভয়ানক এই ধরনের ঢেউ। মূলত খোলা সমুদ্রে দেখা গেলেও অনেক সময় নাকি উপকূলেও দেখা যেতে পারে এধরণের ঢেউ। মূলত দুই বিপরীতমুখী ঢেউয়ের কারণে এই ধরণের ঢেউ সৃষ্টি হয়। ‘ফ্রান্সের আইল ডে রে’ তে এই ধরনের ঢেউ দেখা যায়। উষ্ণায়ণের ফলে এই ধরনের ঢেউয়ের চরিত্র বদলাচ্ছে। এমন সমুদ্র উপকুল এলাকায় ক্ষতির সম্ভাবনা বাড়ছে। ইউরোপীয়ান স্পেস এজেন্সির এই ধরনের ঢেউয়ের মুখে বেশ কয়েকটি জাহাজডুবির ঘটনার কথাও দাবি করেছে।