বহুভাষিকতার পরিমাপ

বহুভাষিকতার পরিমাপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ জানুয়ারী, ২০২৬

আমরা প্রায়ই নিজেদের বা অন্যদের পরিচয় দিই—আমি দ্বিভাষিক, অমুক বহুভাষিক। কিন্তু এই শব্দগুলো আসলে কতটা অর্থবহ? দু’টি ভাষা জানলেই কি সবাই সমানভাবে দ্বিভাষিক? একটি ভাষায় সাবলীলভাবে কথা বলা আর অন্যটিতে শুধু পড়তে পারা—এই দু’জন কি একই শ্রেণিতে পড়েন? এতদিন পর্যন্ত বিজ্ঞানের কাছে এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর ছিল না। নিউইয়র্ক ইউনিভার্সিটির উদ্যোগে সম্প্রতি এক গবেষণা সেই শূন্যস্থান পূরণ করল।

আসলে কতগুলো ভাষা একজন জানেন এই অস্পষ্টতাকেই চ্যালেঞ্জ করেছে নিউইয়র্ক ইউনিভার্সিটির গবেষকদের এক নতুন উদ্ভাবন। তাঁরা তৈরি করেছেন বহুভাষিকতা মাপক। এই সরঞ্জামটি প্রথমবারের মতো সংখ্যায় মাপতে পারছে একজন মানুষ আসলে কতটা বহুভাষিক এবং কোন ভাষাতে তার সবচেয়ে দখল বেশি।

গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল বাইলিঙ্গুয়ালিজিম: ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিশনে। মনোবিজ্ঞান ও নিউরাল সায়েন্স বিভাগের অধ্যাপক এস্তি ব্লাঙ্কো-এলোরিয়েতা বলেন, “বহুভাষিকতা একটি অত্যন্ত বিস্তৃত ধারণা। আমাদের তৈরি নতুন সূত্রগুলো মানুষের ভাষাগত শক্তি ও বহুভাষিকতার মাত্রা বুঝতে একটি স্পষ্ট ও প্রমাণভিত্তিক পথ দেখায়।”

এই গণক যন্ত্রর কাজের ধরনটি সহজ, কিন্তু বৈজ্ঞানিক। এই গণক যন্ত্র মূলত দুটি গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে কাজ করে। প্রথমত, কোনও ব্যক্তি শোনা, বলা, পড়া ও লেখা—এই চারটি কাজের জন্য একটি ভাষা কত বয়সে শিখেছেন। অর্থাৎ তার ভাষাজ্ঞান অর্জনের বয়স। দ্বিতীয়ত, সেই একই চারটি কাজে তিনি নিজে নিজের দক্ষতাকে কতটা ভালো বলে মনে করেন। অর্থাৎ দক্ষতার স্ব-মূল্যায়ন । এই তথ্যগুলো বিশ্লেষণ করে ক্যালকুলেটর দুটি ফল দেয়—একটি বহুভাষিক স্কোর, যা দেখিয়ে দেয় কেউ কতটা বহুভাষিক । একেবারে একভাষিক থেকে শুরু করে প্রায় নিখুঁত বহুভাষী পর্যন্ত। অন্যটি হল ল্যাঙ্গুয়েজ ডমিন্যান্স প্রোফাইল, অর্থাৎ কোন ভাষায় আপনার চিন্তা, অনুভূতি ও প্রকাশ সবচেয়ে প্রভাবশালী। এ শুধু ক-টি ভাষা জানেন সেই প্রশ্নের উত্তর নয়, বরং কোন ভাষায় আপনি সত্যিই নিজেকে সবচেয়ে স্বচ্ছন্দে প্রকাশ করতে পারেন তারও পরিমাপ।

গবেষকরা উল্লেখ করেন, আগের বহু গবেষণায় প্রমাণ হয়েছে যে মানুষের নিজের ভাষাগত দক্ষতা সম্পর্কে দেওয়া মূল্যায়ন বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তব দক্ষতার সঙ্গে ভালোভাবেই মেলে। তাছাড়া, কোনও ভাষা যত কম বয়সে শেখা হয়, তত বেশি সম্ভাবনা থাকে সেই ভাষায় প্রায় মাতৃভাষার মতো দক্ষতা অর্জনের। এই বৈজ্ঞানিক সত্যগুলোকেই ক্যালকুলেটরের ভিত্তি করা হয়েছে।

 

এই পদ্ধতির নির্ভরযোগ্যতা যাচাই করতে গবেষকরা দুটি আলাদা গোষ্ঠীর ওপর পরীক্ষা চালান—একদল সুস্থ তরুণ দ্বিভাষিক এবং অন্যদল বয়স্ক দ্বিভাষিক, যাদের ভাষাগত সমস্যা ছিল। ফলস্বরূপ দেখা গেছে এই সহজ ক্যালকুলেটরের দেওয়া তথ্য অনেক জটিল ও দীর্ঘ পরীক্ষার ফলের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়।

প্রায় ৫০টি ভাষা, এমনকি আমেরিকান সংকেত ভাষা নিয়ে কাজ করার পাশাপাশি নতুন ভাষা যোগ করার সুবিধাও এই গণক যন্ত্রে রয়েছে। গবেষকদের মতে, এই স্বচ্ছ ও পরিমাপযোগ্য টুল ভবিষ্যতে গবেষণা, শিক্ষা এবং ক্লিনিক্যাল মূল্যায়নে বহুভাষিক মানুষের ভাষাগত পরিচয় আরও নিখুঁতভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার থেকে সগর্বে বলা ‘আমি দ্বিভাষিক’ এই অস্পষ্ট পরিচয়ের বদলে বিজ্ঞান দিতে পারবে স্পষ্ট উত্তর: আপনি আসলে কতটা বহুভাষিক।

 

সূত্র: Multilingualism Calculator Reveals True Language Strengths, Neuroscience News.com, 5th January , 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =