বহুলব্যবহৃত রিস্টব্যান্ড ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আধার

বহুলব্যবহৃত রিস্টব্যান্ড ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আধার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ আগষ্ট, ২০২৩

কোভিড মহামারী আমাদের শিখিয়েছে জীবাণুমুক্তকরণ অনুশীলন আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কতটা উপযোগী। সাম্প্রতিক একটি গবেষণা দেখিয়েছে এই জীবাণুমুক্তকরণ পদ্ধতিতে এত তাড়াতাড়ি শিথিলতা আনা যাবে না। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির চার্লস ই. শ্মিড্ট কলেজ অফ সায়েন্সের বিজ্ঞানীরা হাতের কব্জিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিপজ্জনক প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার আধার হতে পারে কিনা তাই নিয়ে একটি অনুসন্ধান করেন। যদিও হাতের কব্জিতে আমরা প্রতিদিনই রিস্টব্যান্ড বা ঘড়ি পরি, তবে রিস্টব্যান্ড পরিষ্কারের বিষয়টি আমরা সাধারণত আমল দিই না বা উপেক্ষা করি। রিস্টব্যান্ড সাধারণত বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি হয়। এই গবেষণার জন্য, গবেষকরা প্লাস্টিক, রাবার, কাপড়, চামড়া এবং ধাতুর (সোনা এবং রূপা) তৈরি বিভিন্ন রিস্টব্যান্ড ও তার সঙ্গে ব্যাকটেরিয়ার বংশবিস্তারের কোনো সম্পর্ক আছে কিনা তা জানার চেষ্টা করেছেন। সক্রিয় ব্যক্তিদের হাতে পরা বিভিন্ন ধরনের রিস্টব্যান্ডের সঠিকভাবে জীবাণুমুক্ত করার পদ্ধতিও চিহ্নিত করেছেন।
স্ট্যান্ডার্ড মাইক্রোবায়োলজিকাল বিশ্লেষণ করে, গবেষকরা ব্যাকটেরিয়া গণনা, ব্যাকটেরিয়ার প্রকার এবং কব্জির পৃষ্ঠের উপর তাদের বিন্যাসের উপর অনুসন্ধান চালিয়েছেন। তারা একটি ব্যাকটেরিয়া সংবেদনশীলতা পরীক্ষাও পরিচালনা করেছিলেন। অ্যাডভান্সেস ইন ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশিত, অধ্যয়নের ফলাফল থেকে জানা যায় যে সোনা রুপো বা যে কোনো ধাতুর তৈরি রিস্টব্যান্ডে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক কম বা নেই বললেই চলে অন্যদিকে প্রায় বেশিরভাগ রিস্টব্যান্ডই ৯৫% দূষিত। রাবার এবং প্লাস্টিকের তৈরি রিস্টব্যান্ডে ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি মাত্রায় পাওয়া যায়। নওয়াদিউতো এসিওবু, চার্লস ই. শ্মিড্ট কলেজ অফ সায়েন্সের এক অধ্যাপকের মতে প্লাস্টিক এবং রাবারের তৈরি রিস্টব্যান্ড ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে কারণ ছিদ্রযুক্ত পৃষ্ঠতলে ব্যাকটেরিয়া তার কলনি বিস্তার করে। গবেষণায় দেখা গেছে রিস্টব্যান্ডে স্ট্যাফিলোকক্কাস এবং সিউডোমোনাস বর্গের সাধারণ ত্বকের ব্যাকটেরিয়া এবং এসচেরিচিয়া বর্গের অন্ত্রের ব্যাকটেরিয়া বিশেষত ই. কোলাই-এর প্রাচুর্য বেশি। গবেষকরা, ৮৫% শতাংশ রিস্টব্যান্ডে স্ট্যাফিলোকক্কাস, ৩০% রিস্টব্যান্ডে সিউডোমোনাস এবং ৬০% রিস্টব্যান্ডে ই. কোলাই ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন। জিমে যাওয়া ব্যক্তিদের রিস্টব্যান্ডে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া বেশি পাওয়া গেছে আর তাই কঠোর শারীরিক পরিশ্রমের পর জীবাণুমুক্তকরণের উপর তাদের জোর দেওয়া প্রয়োজন। স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া মানুষের ত্বকে, নাক, বগল, কুঁচকি বা অন্যান্য জায়গায় পাওয়া যায় যা বিভিন্ন ধরণের রোগের সৃষ্টি করে। সিউডোমোনাস সাধারণত অস্ত্রোপচারের পরে রক্ত, ফুসফুস (নিউমোনিয়া) বা শরীরের অন্যান্য অংশে সংক্রমণ ঘটাতে পারে। এন্টারোব্যাকটেরিয়া হল ব্যাকটেরিয়ার এক বৃহৎ পরিবার যার মধ্যে অনেক পরিচিত প্যাথোজেন যেমন ই. কোলাই এবং সালমোনেলা অন্তর্গত। ব্যাকটেরিয়ার পরিমাণ এবং শ্রেণীবিন্যাস থেকে এটা স্পষ্ট যে এই সব রিস্টব্যান্ড আমাদের নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে।