বাংলার প্রাণীবিজ্ঞানী সুনীল পালের কীর্তি

বাংলার প্রাণীবিজ্ঞানী সুনীল পালের কীর্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৮ আগষ্ট, ২০২২

সুনীল পাল। বর্ধমানের কাটোয়া ভারতী বিদ্যাভবন স্কুলের জীববিজ্ঞানের শিক্ষক। শিক্ষকতার সঙ্গে শুরু করেছিলেন প্রাণীদের নিয়ে গবেষণাও। রাস্তায় ঘুরে বেড়ানো কুকুররা ছিল তার গবেষণার বিষয়। প্রায় দু’দশক ধরে চলছে তার গবেষণা। ১৯৮৪-তে এক মার্কিন মহিলা গবেষক ডি জি ক্লাইম্যান বলেছিলেন শাবক কুকুরদের পরিচর্যা করার ক্ষেত্রে পুরুষ কুকুরদের কোনও ভূমিকা থাকে না। সেই ধারণা ভেঙে দিয়েছেন সুনীল পাল। গবেষণার মাধ্যমে তার সাম্প্রতিক পর্যবেক্ষণ যে, জন্মের পর আট সপ্তাহ পর্যন্ত বাবা কুকুর তার শাবক কুকুরের যত্ন নেয়। কীভাবে যত্ন নেয় পুরুষ কুকুর সেটাও গবেষণাপত্রে উল্লেখ করেছেন সুনীলবাবু। বাচ্চাকে পাহারা দেওয়া থেকে শুরু করে, মা কুকুরের অনুপস্থিতিতে তাকে সেবা করা, এমনকী, অর্ধেক হজম করা খাবার বমি করে বাচ্চার মুখে সেটা দিয়ে দেওয়ার কাজও বাবা কুকুর করে। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা অ্যাপ্লায়েড অ্যানিম্যাল বিহেভিয়ার সায়েন্সে প্রকাশিত হয়েছে সুনীল পালের গবেষণা। সেই পেপার নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য সুনীল পালকে আমন্ত্রণ জানিয়েছে গ্রিসের ম্যাসিডোনিয়ার ওহরিড বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =