বাজারে ঝড় তুলতে টাটাদের নতুন ব্যাটারি-গাড়ি

বাজারে ঝড় তুলতে টাটাদের নতুন ব্যাটারি-গাড়ি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ মে, ২০২২

বর্ণে-গতিতে অতুলনীয়! মাত্র ৩০ মিনিটের চার্জ। তাতেই গাড়ি ছুটবে ঝড়ের গতিতে। পাড়ি দেবে পাক্কা ৫০০ কিলোমিটার! গাড়ির ডিজাইন? এক কথায় চোখ-ধাঁধানো। এরকম এক গাড়ি আসছে ভারতের গাড়ি বাজারে। নির্মাতাও টাটা মোটরস। ব্যাটারি-চালিত এই গাড়ি এতটাই অভিনব যে তার নাম দেওয়া হয়েছে টাটা অভিন্ন। আগেই টাটাগোষ্ঠীর তরফে জানানো হয়েছিল ২০২৬ সালের মধ্যে ১০টি বৈদ্যুতিক গাড়ি বাজারে হাজির করা হবে। তারই প্রথম প্রয়াস এই টাটা অভিন্ন। যা মাত্র ৩০ মিনিটের চার্জেই পাড়ি দিতে পারবে ৫০০ কিলোমিটার। এই গাড়িতে এসইউভি এবং এমপিভি- দু’য়েরই সুবিধা পাওয়া যাবে। তার সঙ্গে থাকছে বাটারফ্লাই দরজা। বাড়তি আকর্ষণ বিশাল অ্যালয় হুইল, এলইডি টেল লাইট এবং পিছনের দরজা পর্যন্ত লাইট বার। গাড়িটির ঠিক সামনে থাকছে দু’টি বড় ডিআরএল। যা দিয়ে টাটার লোগো তৈরি করা হয়েছে। তবে যেহেতু ব্যাটারি চালিত গাড়ি, তাই সামনে গ্রিল নেই। নজর কাড়তে বাধ্য গাড়িটির ভেতরকার ডিজাইন। ডুয়েল টোন বেইজের সঙ্গে বাদামী রঙের ইন্টেরিয়ার থিম। একটি প্যানোরামিক সানরুফ, ফ্লোটিং ইন্সট্রুমেন্ট কনসোলসহ ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ডের মাঝখানে একটি সাউন্ড বার। এছাড়াও সামনের সারির পাশে স্পিকার। ২০২৫ সালে এই গাড়ির উৎপাদন শুরু করা হবে বলে জানানো হয়েছে টাটা মোটরসের তরফে।