বাজেটে দূষণের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার

বাজেটে দূষণের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ ফেব্রুয়ারী, ২০২২

মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গুরুত্ব দিলেন বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে। দূষণের বিরুদ্ধে লড়াইয়ে তার ঘোষণা ১৯ হাজার ৫০০ কোটি বাড়তি অর্থ অনুমোদন। যার সহায়তায় ২০৩০-এর মধ্যে ২৮০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদন করা যাবে। সীতারামন জানিয়েছেন, গত নভেম্বরে গ্লাসগোয় অনুষ্ঠিত ক্লাইমেট চেঞ্জিং সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূষণের বিরুদ্ধে লড়াইয়ে যে পরিমাণে কয়লার ব্যবহার কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই আগামীদিনে পালন করার পরিকল্পনাস্বরূপ এই পদক্ষেপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আগামীদিনে ‘লো-কার্বন’ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার পরিকল্পনায়, দেশের গার্হস্থ্য উৎপাদনের ক্ষেত্রে ২০২২-২৩ থেকে সোলার পিভি মডিউলসে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো তৈরি করা। এই পদ্ধতিতে গ্রামীণ অঞ্চলে চাষীদের জন্য কর্মসংস্থান বাড়বে। চাষের জমিগুলোয় খড় পোড়ানো বন্ধ হবে। আর উত্তর ভারত জুড়ে দূষণ সৃষ্টিতে খড় পোড়ানো যে অন্যতম ভূমিকা নেয় সেই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, ৫ থেকে ৭ শতাংশ বায়োমাস পেলেট তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতেই জ্বালিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়ায় বছরে কার্বন দূষণ ৩৮ এমএমটি কমে যাবে।