বাড়ির ছাতা পড়া নোনা ধরা অংশ শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক

বাড়ির ছাতা পড়া নোনা ধরা অংশ শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ ডিসেম্বর, ২০২৪

দেয়ালে কালো কালো ছোপ পড়ছে, ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো আস্তরণ। বর্ষার সময়ে বাড়ির দেয়ালে, ছাদে এই সমস্ত সাদা কালো ছত্রাক দেখা যায়, যাকে আমরা চলতি কথায় ছাতা পড়া বলি। তবে এদের দেখে বিরক্তি লাগলেও, এরা মাঝে মাঝে বেশ মারাত্মক হতে পারে। বাড়ির ভেতরের ছত্রাক থেকে হাঁপানি, শ্বাসকষ্ট হতে পারে। শুনতে আশ্চর্য লাগলেও যে কোনও জিনিস নিলে, তাতে আমরা ছত্রাকের দেখা পাব, সে গাছের পাতা হোক বা বাড়ির মজুত করা শস্য, এমনকি প্রতি চিমটি মাটিতেও। বাড়ির বাইরের অংশে ছত্রাক দাগ তৈরি করে, কংক্রিটের পথে, রাস্তার ফাটলে, আমাদের শরীরেও এরা শান্তিপূর্ণভাবে বসবাস করে। ছাঁচের মতো দেখতে ছত্রাক পৃথিবীর বাস্তুতন্ত্রের বেশ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এরা উপাদানের পুনর্ব্যবহারকারী, জৈব পদার্থ পচিয়ে ফেলে পৃথিবীকে তাজা পুষ্টি দিয়ে উর্বর করে তোলে। ছত্রাক থেকে মাইক্রোস্কোপিক স্পোর, তৈরি হয় যা বাতাসে ছড়িয়ে পড়ে। মোল্ডের স্পোর বৃন্তের ওপর উত্পাদিত হয়। আমরা এরকম শয়ে শয়ে স্পোর প্রতিটা শ্বাসের সাথে গ্রহণ করি। এই স্পোরগুলো উপযুক্ত পৃষ্ঠে পড়লে অঙ্কুরিত হয়ে সুতোর মতো লম্বা ডালপালা মেলে, মাকড়সার মতো উপনিবেশ তৈরি করে। এই উপনিবেশ কয়েক দিনের মধ্যে বড়ো হয়ে পরবর্তী প্রজন্ম স্পোর তৈরি করতে শুরু করে।
বাড়ির নানা জায়গায় ছত্রাক জন্মাতে পারে, বিশেষত বাথরুমে, রান্নাঘরের বেসিনের নীচে, নর্দমায়, ওয়াশিং মেশিনে। তবে পাইপলাইনে কোথাও লিক থাকলে ছত্রাক জন্মাবেই। এদের আবার নানা ধরন হয়। বাড়িতে জন্মানো ছত্রাকের মধ্যে রয়েছে অ্যাসপারগিলাস, পেনিসিলিয়ামের প্রজাতি তার সঙ্গে ক্ল্যাডোস্পোরিয়াম ও চ্যাটোমিয়াম যাদের পছন্দ ভেজা কার্পেট। স্ট্যাকিবট্রিস আরেকটা সাধারণ ছত্রাক। বাড়ির ভেতরের ছত্রাক থেকে তিনটে সমস্যা আসে। প্রথমত, এতে দেয়াল বিবর্ণ হয়ে, অপ্রীতিকর গন্ধ তৈরি হয়। দ্বিতীয়ত, ছত্রাকের স্পোর, বাতাসে ভেসে থাকে যার থেকে হাঁপানি, অ্যালার্জিক রাইনাইটিস বা জ্বর হতে পারে। কিছু ছত্রাক থেকে মাইকোটক্সিন নামে বিষাক্ত রাসায়নিক তৈরি করে। স্ট্যাকিবট্রিস ছত্রাকের কালো আঠালো স্পোর তৈরি হয়। এই স্পোরগুলো নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে। শিশুদের বিকশিত শরীরে ফুসফুস বিকাশের সময় এগুলো শ্বাস নিলে তাদের পক্ষে তা বিশেষ ক্ষতিকারক। তাই বাড়ির দেয়ালে বা নানা স্থানে ছাতা পড়লে তা এড়িয়ে না চলে পরিষ্কার করার ব্যবস্থা নেওয়াই ভালো।