বাতাবি লেবু খুব পরিচিত একটা স্বাস্থ্যকর ফল। ফাইবার, ভিটামিন এ এবং সি, পটাসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উত্স বাতাবি লেবু। তবে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের টক বা সাইট্রাস জাতীয় ফল এড়িয়ে চলা উচিত। যদি একজন ব্যক্তি কিছু নির্দিষ্ট ওষুধ গ্রহণ করেন, তবে বাতাবি লেবু বা তার রস খেলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বা ওষুধ ভালোভাবে কাজ নাও করতে পারে। এই ওষুধের মিথস্ক্রিয়ার প্রাথমিক অপরাধী হল বাতাবি লেবুর মধ্যে উপস্থিত রাসায়নিকের একটি গ্রুপ যাকে বলা হয় ফুরানোকোমারিনস। এই রাসায়নিক ক্ষুদ্রান্ত্রে কিছু অণু এবং এনজাইমের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে। এই অণু এবং এনজাইম অনেকগুলো ওষুধকে ভেঙে তাদের রক্ত প্রবাহে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু ফুরানোকোমারিন তাদের স্থান চ্যুত করে। অনেক সময় ফুরানোকোমারিন কার্যকরভাবে শরীরে ওষুধের ডোজ বৃদ্ধি করতে পারে, যা শরীরে প্রভাব ফেলে। বাতাবি লেবু কিছু কোলেস্টেরল-হ্রাসকারী স্ট্যাটিনের উপরও প্রভাব ফেলতে পারে, যেমন সিমভাস্ট্যাটিন এবং অ্যাটোরভাস্ট্যাটিন। এই স্ট্যাটিনের অত্যধিক মাত্রা পেশিতে ব্যথা সৃষ্টি করতে পারে বা ক্ষতিও করতে পারে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুসারে, বাতাবি লেবু প্রদাহজনক অন্ত্রের রোগের চিকিত্সার জন্য ব্যবহৃত কিছু কর্টিকোস্টেরয়েডের মাত্রাও বাড়িয়ে তুলতে পারে। তাছাড়াও সাইক্লোস্পোরিনের মতো ইমিউনোসপ্রেসেন্টের মাত্রা বাড়াতে পারে এই বাতাবি লেবু। তবে এই লেবু যে শুধু ওষুধের মাত্রা বাড়িয়ে তোলে তা নয়। কিছু ক্ষেত্রে, এটি রক্তে প্রবেশ করা ওষুধের পরিমাণ কমাতেও পারে, যেমন অ্যালার্জির ওষুধ ফেক্সোফেনাডিন। ফেক্সোফেনাডিনের মতো ওষুধ ট্রান্সপোর্টার নামক প্রোটিনের মাধ্যমে কোশে স্থানান্তরিত হয়। এর মধ্যে কিছু ট্রান্সপোর্টার ওষুধগুলো অন্ত্র থেকে রক্তে নিয়ে যেতে সাহায্য করে। বাতাবি লেবুর ফুরানোকোমারিন নির্দিষ্ট ট্রান্সপোর্টার প্রোটিনকে ব্লক করে, ফলে ওষুধের খুব কম পরিমাণ রক্তপ্রবাহে প্রবেশ করে। এফডিএ অনুসারে বাতাবি লেবুর প্রভাব নির্ভর করে ব্যক্তি কতটা পরিমাণ ফল বা রস গ্রহণ করেছেন এবং তিনি যে ওষুধ গ্রহণ করেছেন তার উপর। তবে প্রভাব নাটকীয় হতে পারে তাতে কোনো সন্দেহ নেই ।