বাদ ফেসিয়াল রিকগনিশন সিস্টেম

বাদ ফেসিয়াল রিকগনিশন সিস্টেম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ নভেম্বর, ২০২১

কোম্পানির নাম বদলের পর এবার ফেসবুকের ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বা মুখাবয়ব পরিচয় পদ্ধতি উঠে যাচ্ছে। গত বুধবার ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের সহ- সভাপতি জেরোম পেসেন্টি জানিয়েছেন এবার থেকে ফেসবুক আর স্বয়ংক্রিয় ভাবে গ্রাহকদের মুখাবয়ব বা ভিডিও চিহ্নিত করবে না। প্রায় ১০০ কোটি গ্রাহকের মুখাবয়ব পরিচিতির ব্যক্তিগত টেমপ্লেট সরিয়ে দেওয়া হবে। এরফলে এএটি বা অটোমেটিক অল্ট টেক্সট পদ্ধতিও প্রভাবিত হবে। দৃষ্টিহীন ব্যক্তিরা এএটির সাহায্যে কোনো ছবি সম্পর্কে ধারণা করতে পারতেন। ফেসবুক সূত্রে জানা গেছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের অপপ্রয়োগের আশঙ্কা করেই এই পদ্ধতি সরিয়ে নেওয়া হচ্ছে ফেসবুক থেকে।