বায়ু দূষণের থাবা!

বায়ু দূষণের থাবা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ অক্টোবর, ২০২৪

বায়ু দূষণের থাবা পড়েছে শিশু মস্তিষ্কে- জানাচ্ছে গবেষণা
দূষণের জেরে নাজেহাল গোটা বিশ্ব। সম্প্রতি এক গবেষণা জানাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, অগ্নিকাণ্ড এবং গাড়ির কারণে বায়ু দূষণ বিশ্বব্যাপী মানুষ, পশুপাখি, সমগ্র পরিবেশের স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। নতুন গবেষণা থেকে জানা যাচ্ছে দূষণের মাত্রা সরকারি বায়ুদূষণের মানের নীচে থাকলেও তা শিশুদের মস্তিষ্কে প্রভাব ফেলছে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক দল পদ্ধতিগতভাবে ৪০টি গবেষণা বিশ্লেষণ করে দেখেছেন, আশপাশের এলাকায় বায়ু দূষণ শিশুদের মস্তিষ্কের পরিবর্তন ঘটাচ্ছে। বেশিরভাগ গবেষণা আমেরিকা, মেক্সিকো এবং ইউরোপের, এবং এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে একটি করে গবেষণা নেওয়া হয়েছে। মস্তিষ্কের হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থের পরিমাণে পরিবর্তন লক্ষ করেছেন বিজ্ঞানীরা। এই অংশ বৌদ্ধিক দক্ষতা, মস্তিষ্ক জুড়ে সংযোগ এবং অ্যাজাইমার্সের প্রাথমিক চিহ্ন বহন করে। গবেষণাটি ডেভেলপমেন্টাল কগনিটিভ নিউরোসায়েন্সে প্রকাশিত হয়েছে। মনোবিজ্ঞানীরা বেশি মাত্রার দূষণের সংস্পর্শে আসা শিশুদের সাথে কম দূষণের সংস্পর্শে আসা শিশুদের মধ্যে মস্তিষ্কের পার্থক্য দেখতে পেয়েছেন। শিশু এবং কিশোর-কিশোরীরা বায়ু দূষণের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কারণ এই সময় তাদের মস্তিষ্ক এবং শরীরের বিকাশ ঘটে। তারা বাড়ির বাইরে বেশি সময় কাটাতে পছন্দ করে এবং শরীরের ওজনের তুলনায় তাদের দেহ প্রাপ্তবয়স্কদের থেকে বেশি দূষিত পদার্থ শোষণ করে। গবেষণায় সদ্যজাত শিশু থেকে ১৮ বছর বয়সীরা অন্তর্ভুক্ত। গবেষণায় কিছু উন্নত স্ক্যানিং পদ্ধতি যেমন ম্যাগনেটিক রেসোন্যান্স ইমেজিং বা এমআরআই ব্যবহার করা হয়েছে। অন্য গবেষণায় রাসায়নিক যৌগের পরিবর্তন পরীক্ষা করা হয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতা এবং স্বাস্থ্যে সহায়তা করে। বেশ কিছু গবেষণা আবার মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টিউমারের লক্ষণ সন্ধান করার চেষ্টা করেছে। গবেষকরা বিভিন্ন আঙ্গিকে এই তথ্য মূল্যায়ন করতে চান, তবেই বোঝা যাবে বায়ু দূষণ কীভাবে মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে।

 

image credit: science.nasa.gov

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =