বার্ষিক একটা বুস্টার ডোজেই কি দূরে থাকবে কোভিডের বিপদ?

বার্ষিক একটা বুস্টার ডোজেই কি দূরে থাকবে কোভিডের বিপদ?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ ফেব্রুয়ারী, ২০২৩

একটা কোভিড ভ্যাকসিন আর বুস্টার ডোজের মধ্যে সময়ের ব্যবধান যত বেশি হবে, ততই জোরদার হবে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা। মার্কিন মুলুকের ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির তরফ থেকে এই বিষয়ে সম্প্রতি একটা গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে।
গবেষকরা বলছেন, ঋতু পরিবর্তনের জন্য যেমন ফ্লু হয় তেমনভাবেই কোভিডকে বিচার করা যায়। ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে যেমন বছরে একটা টিকায় কাজ মিটে যায় তেমন প্রস্তাব কোভিড-১৯ এর জন্যেও দিচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই ইউনাইটেড স্টেটস’ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশান এবং অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন তাদের নিজের নিজের ভ্যাকসিন নিয়মবিধি পর্যালোচনা করে দেখতে শুরু করেছে। বুস্টার ডোজের মধ্যেকার সময়সীমা বাড়িয়ে দিয়েছে।
ডঃ ফিকাডু টাফেস বলছেন, স্বাভাবিক কোভিড সংক্রমণের পর কিংবা ভ্যাকসিন নেওয়ার পর বেশিদিনের সময়সীমা পেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও স্বাভাবিকভাবে বিকশিত হয়।
গবেষণার নেতৃত্বে ছিলেন ডঃ টাফেস। ৯৬ জন স্বাস্থ্যকর্মীর উপর পরীক্ষাতেও প্রমাণ মিলেছে।