বাড়িতেই বসানো যাবে উইন্ড টারবাইন

বাড়িতেই বসানো যাবে উইন্ড টারবাইন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ মার্চ, ২০২২

কোনও বৌদ্ধমঠে গেলে দেওয়ালে ঝোলানো যেরকম অজস্র মণিচক্র দেখা যায়, সেরকম। এখানে মণিচক্রের বদলে ঝোলানো রয়েছে অজস্র ঘূর্ণায়মান ধাতব পাত। ধাতব পাতের প্রাচীরই শক্তির উৎস। সম্প্রতি বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ঘরোয়া পদ্ধতি আবিষ্কার করলেন মার্কিন উদ্ভাবক জো ডুসেট। সাধারণত বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে উইন্ড টারবাইন তৈরি হয়ে আসছে সেগুলো আকারে বিশাল হয়। কোনও ব্যক্তির পক্ষে সেই বিশাল উইন্ড টারবাইন ব্যবহার করা সম্ভব হয় না। ডুসেটের টারবাইন সেই সাধারণ মানুষের ঘরে ব্যবহারের কাজে লাগবে। অভিনব এই উইন্ড টারবাইনের নাম ‘উইন্ড ওয়াল’। বিদ্যুৎ উৎপাদনকারী এই প্রাচীরের দৈর্ঘ্য উচ্চতা মাত্র ৪ ফুট, দৈর্ঘ্য ২৫ ফুট। তার মধ্যেই রয়েছে ৬ বাই ৮ ইঞ্চির অজস্র টারবাইন ও ব্লেড। যাদের যৌথ ঘূর্ণনে প্রত্যেক বছর উৎপন্ন হবে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ। এই ধরণের একটি উইন্ড ওয়াল অনায়াসে চারটি বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। একইসঙ্গে এই উইন্ড ওয়াল সম্পূর্ণ দূষণমুক্ত। লন্ডনের ডিজাইন মিউজিয়ামের একটি প্রদর্শনীতে সম্প্রতি এই উইন্ড ওয়াল জায়গা করে নিয়েছিল অন্যান্য অনেক আবিষ্কারের সঙ্গে। তবে মার্কিন উদ্ভাবক এখনও জানাননি সাধারণের জন্য কবে উইন্ড ওয়ালকে বাজারে ছাড়া হবে।