বাড়ির বাইরে সবুজ জমি স্ট্রোকের আশঙ্কা কমাবে!

বাড়ির বাইরে সবুজ জমি স্ট্রোকের আশঙ্কা কমাবে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ মার্চ, ২০২২

বাড়ির বাইরে সবুজ জমি থাকা মানুষের রোগ সারাতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণা জানাছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক পরিবেশবিজ্ঞান সংক্রান্ত পত্রিকা এনভায়রণমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে। স্পেনের বার্সিলোনায় আইএমআইএম হাসপাতালের গবেষকরা ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত স্পেনের ক্যাটালোনিয়ার প্রায় ৩৫ লক্ষ মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখেছেন যাদের বাড়ি থেকে ৩০০ মিটার পর্যন্ত সবুজের সমারোহ রয়েছে তাদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১৬ শতাংশ কম! এক স্নায়ুবিজ্ঞানীর ভাষায়, স্ট্রোকের আশঙ্কার সঙ্গে পরিবেশেরও যে নিবিড় সম্পর্ক রয়েছে সেই সত্যটা এই সমীক্ষায় বেরিয়ে এল। গবেষকরা আরও দেখেছেন বাতাসের প্রতি বর্গমিটারে নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে ১০ মাইক্রোগ্রাম হয়ে যায় তাহলে সেই এলাকার বাসিন্দাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা চার শতাংশ বেড়ে যায়। মূলত গাড়ির দূষণ থেকেই এই গ্যাসের পরিমাণ বাড়ে। তাই, সবুজের পরিমাণ কোনও মানুষকে ঘিরে বেশি পরিমাণে থাকা মানে নাইট্রোজেন ডাই-অক্সাইডের পরিমাণও কমে যাওয়া এবং স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যাওয়া।