বায়ুদূষণে ভারতীয়দের আয়ু ৯ বছর কমে যেতে পারে! এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের দেওয়া সাম্প্রতিকতম রিপোর্ট জানাচ্ছে, বায়ুদূষণের তীব্রতা যেভাবে ভারতে বাড়ছে তাতে অন্তত ৪০ শতাংশ ভারতীয় নাগরিকের আয়ু ৯ বছর কমে যাবে! যদিও এই মার্কিন রিসার্চ গ্রুপ বলছে, উত্তর, পূর্ব এবং মধ্য ভারত মিলিয়ে ৪৮ কোটি বাসিন্দার ওপরই দূষণের প্রভাব পড়বে।
ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্র্যাম (এনসিএপি) চিহ্নিত করেছে ভারতের ১০২টি শহরকে। যে শহরগুলোতে দূষণের তীব্রতা সবচেয়ে বেশি। যার মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত রাজধানী দিল্লি। ২০২৪-এর মধ্যে ১০২টি শহরের দূষণের এখনকার মাত্রা ২০ থেকে ৩০ শতাংশ কমানো এনসিএপি-র লক্ষ্য। কিন্তু এই লক্ষ্য কীভাবে পূরণ হবে? এর উপায় বড় উপায় শিল্প এবং গাড়ি থেকে বেরনো দূষণকে বন্ধ করা! ভারতে এটা সম্ভব কি না সময়ই বলবে, তবে সংস্থার পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, গাড়ি চালানোর তেল, জৈববস্তুর জ্বালানি এবং ধুলোর দূষণ যতটা সম্ভব কমানোর জন্য কড়া নিয়ম চালু করা হবে। মার্কিন সংস্থাটির গবেষণা আরও জানিয়েছে, আদৌ যদি বিধিনিষেধের সহায়তায় দূষণ অনেকটাও কমিয়ে ফেলা যায়, ৯ বছরের পরিবর্তে মানুষের আয়ু ১৪ বছর অবধি বাড়তে পারে। বায়ুর এখন যা দুষণের মাত্রা তাতে পৃথিবীর মানুষের আয়ু স্বাভাবিকের চেয়ে ২.২ বছর কমে গিয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। যদি দূষণকে বন্ধ করা না যায়, তাহলে আধুনিক এই মানবসভ্যতার সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যাবে ১৭০০ কোটি বছরের মধ্যে!