বায়ুদূষণে বাংলাদেশবাসীর গড় আয়ু তিন বছর কমছে!

বায়ুদূষণে বাংলাদেশবাসীর গড় আয়ু তিন বছর কমছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ মার্চ, ২০২২

বায়ুদূষণে প্রবলভাবে আক্রান্ত বাংলাদেশের মানুষ। যুক্তরাষ্ট্রের হেলথ এফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের বিজ্ঞানীরা সম্প্রতি যৌথভাবে একটি গবেষণা করেছেন মানুষের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে। তাতে দেখা গিয়েছে বাংলাদেশের প্রত্যেক মানুষের গড় আয়ু ৩ বছর কমে যাচ্ছে! গবেষণার দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বায়ুদূষণে সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে নেপালের মানুষের। গড়ে ৩.৫ বছর! তুলনামূলকভাবে প্রতিবেশী দেশ ভারতের অবস্থা কিছুটা ভাল বলে জানিয়েছেন গবেষকরা। আফ্রিকার দুই দেশ পাপুয়া নিউ গিনি ও নাইজারেও মানুষের আয়ু কমছে বাংলাদেশের মতই, গড়ে ৩.২ বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর বায়ুদূষণে বিশ্বব্যপী অন্তত ৭০ লক্ষ মানুষ প্রাণ হারান।