বায়ুদূষণ নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার উদ্যোগ

বায়ুদূষণ নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার উদ্যোগ

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৯ জুলাই, ২০২২

কলকাতার বিভিন্ন এলাকায় গ্রিন ভার্জ তৈরি করে বায়ুদূষণকে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। এলোমেলোভাবে গাছ লাগিয়ে নয়, পরিকল্পনা অনুযায়ী গাছ লাগিয়ে শহরকে সবুজ করার লক্ষ্যে এগোতে চায় কলকাতা পুরসভা। শুধু কৃষ্ণচূড়া বা রাধাচূড়ার মত দুর্বল গাছ নয়, রোপণ করা হবে মজবুত গাছও। তবেই শহর সবুজ থাকবে এবং বতাসে ভাসমান ধুলোর পরিমাণ কমে রক্ষা পাবে শহরবাসীর ফুসফুস। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এই বিষয়ক আলোচনায় কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিষ কুমার জানিয়েছেন, এবার কলকাতাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সবুজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। গাছের উচ্চতা ১০ থেকে ১২ ফুট রাখা হবে আর নিম, বট, অশ্বত্থের মত মজবুত গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে বালিগঞ্জ সার্কুলার রোডে গ্রিন ভার্জ তৈরির কাজ শুরু হয়েছে।
সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গিয়েছে, শুধু পুরনো গাড়ি নয়, যে কারণে কলকাতার বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে তা হল অনিয়ন্ত্রিত নগরায়ন। বায়ুদূষণ-জনিত রোগে অনেক বেশি মানুষ এই শহরে গত এক বছরে মারা গিয়েছেন।