বিজ্ঞানীরা রক্ত পরীক্ষার মাধ্যমে মানসিক উদ্বেগ চিহ্নিত করতে পারছেন

বিজ্ঞানীরা রক্ত পরীক্ষার মাধ্যমে মানসিক উদ্বেগ চিহ্নিত করতে পারছেন

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৫ মার্চ, ২০২৩

গবেষকরা রক্ত পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির মানসিক উদ্বেগ হওয়ার সম্ভাবনা, ও তা বাড়ার কতটা সম্ভাবনা আছে তা বুঝতে পারবেন, পাশাপাশি তার জন্য কী ধরনের চিকিৎসা করা যায় তাও বলতে পারবেন।
জৈব মার্কারের সাহায্যে এই পরীক্ষা মেজাজের তারতম্য বুঝতে সাহায্য করে, যাতে দেখা হয় ব্যক্তিটির ভবিষ্যতে আরো মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা বা হরমোনের মাত্রার সঙ্গে তাদের উদ্বেগ বাড়ার সম্পর্ক আছে কিনা।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকদের নেতৃত্বে দলটি পরীক্ষাটির বৈধতা স্থির করেছে, মাইন্ডএক্স সায়েন্স ইতিমধ্যেই রক্ত পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করেছে, যা চিকিত্সকরা ব্যবহার করতে পারবেন।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের সাইকিয়াট্রিক নিউরোসায়েন্টিস্ট আলেকজান্ডার নিকুলেস্কু বলেছেন, বহু মানুষ খুব উদ্বেগে ভোগেন, যা তাদের দৈনন্দিন জীবন যাপনে বাধা সৃষ্টি করে। এই পরীক্ষার মাধ্যমে মানুষের বর্তমান মানসিক অবস্থা, ভবিষ্যতে তা কতটা সংকটময় হতে পারে, বা কি ধরনের চিকিৎসা সুফল দেবে তা বোঝা যাবে।