বিজ্ঞান মেধা পরীক্ষা

বিজ্ঞান মেধা পরীক্ষা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ নভেম্বর, ২০২১

জেবিএনএসটিএস তাদের মেধা অন্বেষণ পরীক্ষার দিন ঘোষণা করল। বুধবারই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি এই রকম:

আগামী ২১/১১/২০২১ তারিখে জগদীশ বসু ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ ও সিনিয়র এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলার-2021 এর নির্বাচনের জন্য অনলাইন-এ পরীক্ষা সংঘটিত করতে চলেছে।
পরীক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্য JBNSTS এর ওয়েবসাইট jbnsts.ac.in থেকে পাওয়া যাবে।
কোভিড পরিস্থিতিতে ছাত্র ছাত্রীরা ঘরে বসে কম্পিউটার/মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষাটি দিতে পারবে।
পরীক্ষায় বসার জন্য কোনো আবেদনকারী যদি এখনো তাদের ADMIT CARD না পেয়ে থাকেন, JBNSTS এর website ( www.jbnsts.ac.in ) এ গিয়ে সহজেই আবেদনকারীর Registration No. এবং আবেদনের সময় রেজিস্টার করা ফোন নম্বর দিয়ে , তার ADMIT CARD টি ডাউনলোড করতে পারবেন।
এ বছর আগামী ১৯ নভেম্বর ২০২১, পরীক্ষার্থীরা MOCK TEST এ বসার শেষবারের মতন সুযোগ পাবে। MOCK TEST এ বসার সুচিও www.jbnsts.ac.in এই ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে।
চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ( ২১-১১-২০২১)

* SENIOR TALENT SEARCH TEST / SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI
Reporting Time: 10:00AM, (log in for verification)
Examination: 10:30 AM to 12:00 noon
*JUNIOR TALENT SEARCH TEST / JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI
Reporting time: 01:30 PM (log in for verification)
Examination: 2:00PM to 03:00 PM

JBNSTS এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থী কে শুভকামনা জানানো হচ্ছে