জেবিএনএসটিএস তাদের মেধা অন্বেষণ পরীক্ষার দিন ঘোষণা করল। বুধবারই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি এই রকম:
আগামী ২১/১১/২০২১ তারিখে জগদীশ বসু ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ ও সিনিয়র এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলার-2021 এর নির্বাচনের জন্য অনলাইন-এ পরীক্ষা সংঘটিত করতে চলেছে।
পরীক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্য JBNSTS এর ওয়েবসাইট jbnsts.ac.in থেকে পাওয়া যাবে।
কোভিড পরিস্থিতিতে ছাত্র ছাত্রীরা ঘরে বসে কম্পিউটার/মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষাটি দিতে পারবে।
পরীক্ষায় বসার জন্য কোনো আবেদনকারী যদি এখনো তাদের ADMIT CARD না পেয়ে থাকেন, JBNSTS এর website ( www.jbnsts.ac.in ) এ গিয়ে সহজেই আবেদনকারীর Registration No. এবং আবেদনের সময় রেজিস্টার করা ফোন নম্বর দিয়ে , তার ADMIT CARD টি ডাউনলোড করতে পারবেন।
এ বছর আগামী ১৯ নভেম্বর ২০২১, পরীক্ষার্থীরা MOCK TEST এ বসার শেষবারের মতন সুযোগ পাবে। MOCK TEST এ বসার সুচিও www.jbnsts.ac.in এই ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে।
চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ( ২১-১১-২০২১)
* SENIOR TALENT SEARCH TEST / SENIOR BIGYANI KANYA MEDHA BRITTI
Reporting Time: 10:00AM, (log in for verification)
Examination: 10:30 AM to 12:00 noon
*JUNIOR TALENT SEARCH TEST / JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI
Reporting time: 01:30 PM (log in for verification)
Examination: 2:00PM to 03:00 PM
JBNSTS এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থী কে শুভকামনা জানানো হচ্ছে