বিদেশি নভোশ্চরদের আমন্ত্রণ চিনা স্পেস স্টেশনে

বিদেশি নভোশ্চরদের আমন্ত্রণ চিনা স্পেস স্টেশনে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ মার্চ, ২০২২

ইউক্রেন যুদ্ধ নিয়ে মহাকাশেও রাশিয়া আর আমেরিকার মধ্যে ঠাণ্ডা যুধ বেঁধে গিয়েছে। তারই মধ্যে নিজেদের স্পেস স্টেশনের কর্মকাণ্ডের বিস্তৃতি আরও বাড়ানোর পথে চিন। তাদের স্পেস স্টেশন তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তারই মধ্যে চিনের এজেন্সির তরফে স্পেস স্টেশনে বিদেশি নভোশ্চরদের আমন্ত্রণ জানাল চিন। স্পেস স্টেশন তৈরির দায়িত্বে যে চিনা এজেন্সি রয়েছে তাদের প্রধান নকশাকার ঝৌ জিয়ানপিং বলেছেন, “আমরা চাইছি অন্য দেশের নভোশ্চররাও আমাদের স্পেস স্টেশন তৈরির কাজে অংশ নিক। ওরা অংশ নিলে আন্তর্জাতিকভাবে একটা সম্প্রীতির পরিবেশ তৈরি হবে। চিনা স্পেস স্টেশনে এখনও পর্যন্ত দু’টো ক্রু মিশন হয়েছে। স্পেস স্টেশনে কাজ করছেন ৬ জন চিনা নভোশ্চর। এই স্পেস স্টেশনকে চিন বাণিজ্যিকভাবে ব্যবহার করার পরিকল্পনাও করেছে। বেসরকারি সংস্থার উদ্যোগে সম্প্রতি যে উপগ্রহগুলি মহাকাশে গিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে এসেছে তারই বিস্তার আরও বাড়াতে চাইছে চিন। জিয়ানপিং জানিয়েছেন, মহাকাশ শিল্পকে এখন অর্থনৈতিকভাবেও উন্নততর করার সময় এসে গিয়েছে।