বিপজ্জনক হচ্ছে লা পামা অগ্ন্যুৎপাত

বিপজ্জনক হচ্ছে লা পামা অগ্ন্যুৎপাত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ সেপ্টেম্বর, ২০২১

চারদিন হয়ে গেল। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লা পামা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের লাভা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। আশেপাশের অঞ্চল ধ্বংস করছে। বাড়ি, চাষের জমি, সব ধ্বংস করে দিয়েছে লাভা। শেষ খবর অনুযায়ী, লাভার গতিমুখ এখন আটলান্টিকের দিকে! বিজ্ঞানীদের আশঙ্কা, আটলান্টিকের সমুদ্রে লাভা মেশার পর আবার হতে পারে বিস্ফোরণ, উৎপন্ন হতে পারে প্রচুর পরিমাণে টক্সিক গ্যাসের। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী এই লাভা তার চারপাশে যে তাপমাত্রার সৃষ্টি করছে সেটা এক হাজার ডিগ্রিরও বেশি! বিজ্ঞানীদের আরও অনুমান, এই অগ্ন্যুৎপাত আরও অনেক সপ্তাহ ধরে চলতে পারে, এমনকী কয়েক মাস ধরেও! ১৯৭১-এ শেষবার হওয়া এরকম তীব্রতার অগ্ন্যুৎপাত তিন সপ্তাহ ধরে চলেছিল। বিজ্ঞানীরা বলছেন, রবিবার থেকে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের তীব্রতা বেড়ে গিয়েছে সোমবার ক্যানারি দ্বীপপুঞ্জে ৩.৮ মাত্রার ভূমিকম্প হওয়ার পর থেকে। নির্গত লাভার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। লাভা থেকে নির্গত হাওয়ার জন্য মাটিতে ফাটল হওয়ার সম্ভাবনাও বেড়ে গিয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জের ভলক্যানোলজি ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে ইতিমধ্যে ১১ মিলিয়ন কিউবিক গলা পাথর বেরিয়েছে লাভার থেকে! ৬ হাজার মানুষকে ইতিমধ্যে সরিয়েও ফেলা হয়েছে। তারপরও ১৯০টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। তার সঙ্গে গলা পাথরের আগুনে নিঃশেষ হয়ে গিয়েছে কলা, আঙুর, অ্যাভোকাডো আর পাপায়ার ক্ষেত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =