বিরল ফুলে পচা মাংসের গন্ধ।

বিরল ফুলে পচা মাংসের গন্ধ।

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ নভেম্বর, ২০২১

চলতি নাম পেনিস প্ল্যান্ট বা পুং লিঙ্গ গাছ। গাছেই ফোটে কর্পস ফ্লাওয়ার বা শবফুল। বিজ্ঞান্সম্মত নাম আমোরফোলকাস ডেকাস-সিলভি। নামে পুষ্প হলেও পুষ্পের চলতি যা বৈশিষ্ট্য আমরা জানি তার ধার কাছ মাড়ায় না র ফুল। যেমন, ফুলের সুগন্ধের ছিটেফোঁটা নেই এফুলে। পরিবর্তে এর পরিচিতি দুর্গন্ধের জন্যে। তাও আবার পচা মানব দেহের গন্ধ। তবু বিরলতার জন্যে আকর্ষণ এফুলের। একবার কুঁড়ি এলে ফুটতে সময় লাগে ২০ বছরের কাছাকাছি। নেদারল্যান্ডস এর ইউনিভার্সিটি অফ লেইডেনের বোটালিক্যাল গার্ডেনে ২৪ বছর পর সাড়ে ফুট লম্বা গাছে কর্পস ফ্লাওয়ার ফুটেছে। এর আগে ফুটেছিল ১৯৯৭ সালে। লেইডেনের বোটানিক্যাল গার্ডেনের ওয়েবসাইটে লেখা রয়েছে ইউরোপের ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয়বার ফুটলো রি ফুল। ইন্দোনেশিয়া ও জাভা অঞ্চল এ গাছের আদি উৎপত্তিস্থল।

ছবি – সি এন এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =