বিরল ‘রক্ত চাঁদের’ গ্রহণ আজ

বিরল ‘রক্ত চাঁদের’ গ্রহণ আজ

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৮ নভেম্বর, ২০২২

আকাশের বাহারি খেলা যারা দেখতে ভালোবাসেন, তাদের জন্য ২০২২ সালটা ছিল প্রদর্শনী বিশেষ। জুন মাসে পাঁচটা গ্রহ একসারিতে চলে এসেছিল, মে মাস সাক্ষী থেকেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের।
পরবর্তী আকর্ষণ আজ, মানে মঙ্গলবার, ৮ই নভেম্বর। এরপরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ফের তিন বছর পর, ২০২৫ সালে! কিন্তু চাঁদের পূর্ণগ্রাস গ্রহণই কেবল নয়, এই চাঁদ আবার ব্লাড মুন, বা বাংলা তর্জমায় দাঁড়ায় রক্তাভ চাঁদ। হালকা লালচে আভা লেগে থাকে চাঁদের গায়ে। তাই এই নাম।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন হয়? যখন সূর্য আর চন্দ্রের মাঝখান দিয়ে পৃথিবী চলে যায়। আর পৃথিবীর ছায়া পড়ে চাঁদের বুকে। সরাসরি সূর্যের আলো একেবারেই আড়াল হয়ে গেলেও পৃথিবীর বায়ুমণ্ডল এতটা স্বচ্ছ যে কিছুটা আলো নিশ্চিতভাবেই চাঁদে পৌঁছায়। কিন্তু সেই যখন প্রতিসারিত হয় তখন নীল বর্ণের আলো লাল বর্ণের আলোর চেয়ে বেশি বিচ্ছুরিত হয়। ফলে চাঁদের গায়ে যে ছায়া পড়ে সেটা ঈষৎ লালচে রঙের হয়। তাতেই এই ব্লাড মুন।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর এশিয়ার বেশিরভাগ অঞ্চল থেকেই রক্ত চাঁদের এই পূর্ণগ্রাস গ্রহণ চাক্ষুষ করা যাবে।