বিরল ‘সাদা শেয়ালের’ সন্ধান বীরভূমে!

বিরল ‘সাদা শেয়ালের’ সন্ধান বীরভূমে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৭ জুলাই, ২০২২

বিরল প্রজাতির শেয়ালের খোঁজ পাওয়া গেল বীরভূমে! অ্যালবিনো গোল্ডেন বা সাদা শেয়াল। পরিবেশবিদ এবং বিজ্ঞানীদের মতে অ্যালবিনো প্রজাতির শেয়ালের জন্ম হয় বিরল জেনেটিক মিউটেশন থেকে। তবে এদের উৎস কিন্তু সোনালি রঙের শেয়ালের থেকে। বিজ্ঞানীদের গবেষণা আরও জানিয়েছে, সাধারণত কেরলের গভীর জঙ্গলে ঘুরে বেড়ানো জংলী বিড়াল আর ক্যানিস অরিয়াস প্রজাতির সোনালি রঙের শেয়ালের মিলনে সাদা শেয়ালের জন্ম হয়। এদের ঘাড়, গলা কানের রং সাদা আর কালোয় মেশানো থাকে। আবার পেট, বুক আর পায়ের রং সোনালি হয়। কেরলের মল্লপুরম ও তিরুঅনন্তপুরমের পোলুনি অঞ্চলের জঙ্গলে থাকা শেয়ালদের মধ্যে সাধারণত অ্যালবিনিজম দেখা যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।