বিরাট বিস্ফোরণ সূর্যে!

বিরাট বিস্ফোরণ সূর্যে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ জুন, ২০২২

সাম্প্রতিককালে সবচেয়ে বড় বিস্ফোরণ দেখা গেল সূর্যে! পৃথিবীর তারা থেকে এক বিশাল সৌরশিখা উদ্ভয়ত হয়। তারপর সেই সান স্পট বিস্ফোরিত হয় এবং সেটি ৮ ঘন্টা মহাকাশে স্থায়ী ছিল। দুটি মহাকাশযান এই ঘটনার সাক্ষী। পৃথিবী-সহ আভ্যন্তরীণ গ্রহগুলির দিকে ছুটে আসা বিশাল শিখাটি সুর্য থেকে বেরিয়ে আসা চরম অতিবেগুনী বিকিরণের সঙ্গে বায়ুমণ্ডলকে আয়নিত করেছিল। যার প্রতিফলন, জাপান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় শর্টওয়েভ রেডিও ব্ল্যাক-আউট হয়ে গিয়েছিল। স্পেস ওয়েদার ডট কমের একটি রিপোর্টে জানা গিয়েছে ওই এলাকার রেডিও অপারেটররা শিখাটি সর্বোচ্চ স্তরে পৌঁছনোর পরেও লক্ষ করেছিলেন বিস্ফোরণটি মহাকাশে একটি করোনাল মাস ইজেকশন (সিএমই) নিক্ষেপ করেছে। এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের সতর্কবার্তা, এই সপ্তাহের শেষের দিকে ওই সিএমই পৃথিবীর কাছেও চলে আসতে পারে এবং আমাদের গ্রহের চুম্বকমণ্ডলকে আঘাত করবে।