বিলুপ্তপ্রায় ‘উলি বাঁদরের’ জন্ম হল ইংল্যান্ডে

বিলুপ্তপ্রায় ‘উলি বাঁদরের’ জন্ম হল ইংল্যান্ডে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ এপ্রিল, ২০২২

উলি বাঁদর এক বিরল প্রজাতির বাঁদর। শুধু বিপন্ন বলে ঘোষিত নয়, এরা বিলুপ্তপ্রায়ও। পৃথিবী জুড়ে এদের খোঁজ করলে গোটা ৪০ উলি বাঁদর পাওয়া যাবে! ইংল্যান্ডের ডরসেটে বাঁদরের যে অভয়ারণ্য তৈরি করা হয়েছে সেখানে ফেব্রুয়ারিতে দু’টি উলি বাঁদরের জন্ম হল। তার মা ও বাবা, লেভি ও বনিতাকে খুব যত্ন করে গত একবছর ধরে নজর রাখছে অভয়ারণ্য কর্তৃপক্ষ। পরিবেশবিদ ও বিজ্ঞানীদের দাবী, মূলত অবাধে অরণ্যনিধনের জন্য এই বিরল প্রজাতির বাঁদররা বিলুপ্ত হয়ে যাচ্ছে। পরিসংখ্যান জানাচ্ছে, ১৯৯০-এর পর এই দু’টি উলি বাঁদরের জন্ম হল। ডরসেট অভয়ারণ্য কর্তৃপক্ষ জানাচ্ছে এই দু’টি উলি বাঁদর ৩১ এবং ৩২ নম্বর সংখ্যার নিরিখে! প্রাণীবিজ্ঞানীদের মত, সাধারণত হাইপারটেনশনে এই বাঁদরগুলোর মৃত্যু হয়। কিন্তু স্টহিকভাবে লালন করতে পারলে এদের আয়ু ৩০ বছর পর্যন্ত হয়।