বায়ুর খারাপ মানের নিরিখে কলকাতাকে বিশ্বের চতুর্থ স্থান পেল। সুইৎজারল্যান্ডের একটি সংস্থা বায়ুর খারাপ মান অর্থাৎ দূষণের নিরিখে পৃথিবীর প্রথম ১০ শহরের তালিকা তৈরি করেছে। আইকিউএয়ার নামে সুইস সংস্থাটি রাষ্ট্রপুঞ্জের দূষণ সংক্রান্ত প্রোগ্রামের তথ্যপ্রযুক্তি সহায়ক। তাদের তালিকার প্রথম নামটি দিল্লির। বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসাবে পাকিস্তানের লাহৌরের নাম উঠে এসেছে।তৃতীয় দূষিত শহর বুলগেরিয়ার সোফিয়া। এটি ইউরোপের সবচেয়ে দূষিত শহর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সমীক্ষা অনুযায়ী, প্রতি বছর বুলগেরিয়ার ন’হাজার মানুষ বায়ুদূষণজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান।
তালিকায় চতুর্থ দূষিত শহর কলকাতা। মনে করছেন বিশেষজ্ঞরা। সুইস সংস্থার সমীক্ষা অনুযায়ী, ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব-এর অবস্থা শীতকালে ভয়ঙ্কর হয়ে ওঠে। ওই সময় ধোঁয়াশায় ঢেকে যায় পুরো শহর। শ্বাস নেওয়াও সমস্যা হয় বাসিন্দাদের। এটি বিশ্বের পঞ্চম দূষিত শহর। ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের আর এক শহর মুম্বই। কলকাতার থেকে দূষণের নিরিখে একটু পিছিয়েই রয়েছে মুম্বই। সপ্তম
সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ইউরোপের আদি শহর।
অষ্টম স্থানে রয়েছে চিনের চেঙ্গদু। কারখানা থেকে বেরনো ধোঁয়া, যানবাহন এবং গৃহস্থালির ধোঁয়ার কারণে দূষণের চাদরে ঢেকে গিয়েছে উত্তর ম্যাসিডোনিয়ার শহর স্কপজে। এটি তালিকায় নবম। পোল্যান্ডের ক্রাকো বিশ্বের দশম দূষিত শহর।