বিশ্ব হাতি দিবসে প্রাণীর রক্ষকদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিশ্ব হাতি দিবসে প্রাণীর রক্ষকদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৬ আগষ্ট, ২০২২

শুক্রবার, ১২ অগস্ট ছিল বিশ্ব হাতি দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে ভারতের বিভিন্ন অভয়ারণ্য, চিড়িয়াখানার হাতির রক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে লিখেছেন, ‘এশিয়ান এলিফ্যান্টদের অন্তত ৬০ শতাংশ হাতির ঘর এখন ভারত। বিশ্ব হাতি দিবসে ভারতে সমস্ত চিড়িয়াখানা, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চলগুলোতে হাতিদের প্রত্যেক রক্ষাকর্তাকে শুভেচ্ছা জানাই প্রাণীটির সংরক্ষণ করার জন্য। এভাবেই গত আট বছরে ভারতে হাতির সংখ্যা অনেকই বেড়ে গিয়েছে। মানুষের সঙ্গে হাতির সংঘর্ষ আগের তুলনায় কমে গিয়েছে। মুক্ত পরিবেশে তাদের রেখে তাদের স্বাধীনতা বজায় রাখা সম্ভব হয়েছে।’
তবে বিশ্ব জুড়ে হাতির দিকে তাকালে বিশ্ব হাতি দিবসের ওয়েবসাইটে লেখা পরিসংখ্যান কিন্তু উদ্বেগজনক। গত এক দশকে আফ্রিকান হাতির সংখ্যা কিন্তু ৬২ শতাংশ কমে গিয়েছে। অবৈধভাবে হাতির দাঁতের চোরাকারবারির জন্য হাতি নিধন, মানুষের সঙ্গে সংঘর্ষ, পরিচর্যায় মৃত্যু-সবই দায়ী এর পেছনে। আর এশিয়ান হাতির দিকে তাকালে ওয়েবসাইট জানাচ্ছে প্রত্যেকদিন গোটা পৃথিবীতে অন্তত ১০০ এশিয়ান হাতি মারা হয় অবৈধভাবে। সারা পৃথিবীতে এখনও মাত্র চার লক্ষ এশিয়ান হাতি জীবিত রয়েছে।