বিশ্রামে ইন্টারনেট এক্সপ্লোরার

বিশ্রামে ইন্টারনেট এক্সপ্লোরার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ জুন, ২০২২

দীর্ঘ ২৭ বছর পর বন্ধ হচ্ছে মাইক্রোসফ্টের ইন্টারনেট এক্সপ্লোরার। ২০০৩ সালে বিশ্বব্যাপী প্রায় ৯৫ শতাংশ মানুষ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে শুরু করেন। মাইক্রোসফ্টের প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি অন্যান্য ব্রাউজার তৈরি করায় ‘ইন্টারনেট এক্সপ্লোরার’-এর জনপ্রিয়তা কমতে শুরু করে। ২০২১ সালের অগাস্ট থেকেই মাইক্রোসফট ৩৬৫ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ হয়ে যাওয়ার কথা চলছিল। অবশেষে মাইক্রোসফ্ট সংস্থা ঘোষণা করল আগামী ১৫ জুন থেকে ইন্টারনেট এক্সপ্লোরার পুরোপুরি বন্ধ হতে চলেছে। ২০০৩ সাল নাগাদ এই ব্রাউজারটি জনপ্রিয় হয়ে উঠলেও এর পথচলা শুরু হয়েছে ১৯৯৫ সাল থেকে। ‘উইন্ডোজ ৯৫’ অপারেটিং সিস্টেমের সঙ্গে বাড়তি সুবিধা হিসাবে বাজারে আনা হয়েছিল এই ওয়েব ব্রাউজারটি।