বিষাক্ত জলের বন্যায় ধ্বংস ব্রাজিলের গ্রাম

বিষাক্ত জলের বন্যায় ধ্বংস ব্রাজিলের গ্রাম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ জানুয়ারী, ২০২২

ব্রাজিলের পারাপেওবা নদীর ধারে ছোট্ট গ্রাম সোহা। তিন বছর আগে ভয়ঙ্কর বন্যায় ভেসে গিয়েছিল গ্রাম। কোনওরকমের গ্রামবাসীরা ফিরে এসেছিলেন জীবনের স্রোতে। কিন্তু আবার সম্প্রতি এক ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত সেই গ্রাম। কিন্তু এবারের বন্যা গতবারের তুলনায় আরও বিপজ্জনক। কারণ বন্যায় নদীর জলের সঙ্গে ভেসে আসছে পাশের লোহা খনি অঞ্চলের বর্জ্য পদার্থ। পরিত্যক্ত খনিজ পদার্থ জলকে বিষাক্ত করে তুলছে। এমনকী চাষের জমিও বিষাক্ত হচ্ছে সেই জলে। পারাপেওবা নদীর ধারেই রয়েছে ব্রাজিলের অন্যতম মাইনিং সংস্থা ভ্যালে-র খনি। সেই কারণে সোহা গ্রামের পাশেই রয়েছে তাদের বর্জ্য ফেলার জায়গা। এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব ছিলেন স্থানীয় মানুষ। কিন্তু কোনও কাজ হয়নি। সাম্প্রতিক বন্যায় জলের রঙ লাল হয়ে গিয়েছে। আগের বন্যা হয়েছিল ২০১৯-এ। মারা গিয়েছিল ৩০০-র বেশি মানুষ। এবারের ক্ষয়ক্ষতির হিসেব এখনও জানা যায়নি। ভ্যালে-কে নোটিশ দেওয়া হয়েছে।