বিষ নেই ঘূর্ণিঝড়ের

বিষ নেই ঘূর্ণিঝড়ের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ ডিসেম্বর, ২০২১

সম্ভবত পরিমন্ডলের ঠান্ডা বাতাসই ঘূর্ণিঝড় জাওয়াদ বিষ হারিয়ে ফেলল সমুদ্রেই। ফলে পুরী উপকূল দিয়ে স্থলভূমিতে আছড়ে পড়ার সময়েই তার গতি অনেকটা কমে যাবে। এমনই বলছে হাওয়া অফিস। স্থলভাগ উত্তপ্ত হলে গরম বাতাসের পরিমাণ বেড়ে যায়। তাই টেনে নিয়ে ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ বাড়তে থাকে। কিন্তু বঙ্গে এখন যথেষ্ট পরিমাণে ঠান্ডা উত্তুরে বাতাস রয়েছে। তাই গরম বাতাস তৈরি হতে পারছে না। ঘূর্ণিঝড় তাই শক্তি বাড়াতে পারছে না। উপকূলে ঢোকার আগেই বিষ কমে যাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার উপকূলবর্তী কয়েকটি জেলায় ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এ ছাড়া আর কিছু নয়‌।