বিহারের গঙ্গার কুমির পশ্চিমবঙ্গের খালে !

বিহারের গঙ্গার কুমির পশ্চিমবঙ্গের খালে !

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৯ আগষ্ট, ২০২২

নদীয়ার ধুবুলিয়ায় ভাগীরথী নদীর সংলগ্ন খাল থেকে উদ্ধার হল একটি সাড়ে সাত ফুট লম্বা কুমির। বন দফতরের আধিকারিকরা খবর পেয়ে কুমিরটিকে ফারাক্কায় ছেড়ে দিয়েছেন। বন দফতরের নদীয়া-মুর্শিদাবাদ বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রদীপ বাউড়ি জানিয়েছেন, পুরুষ এই কুমিরটি মিষ্টি জলের কুমির। এদের বাস উত্তর বিহারের গঙ্গায়। আগে পশ্চিমবঙ্গের গঙ্গায়ও এদের প্রায়ই দেখা যেত। কিন্তু ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার পর এরা আর এদিকে আসে না। শুধু বর্ষার সময় মাঝে মাঝে এরা বাঁধ পেরিয়ে চলে আসে। সুন্দরবনে যে কুমির দেখা যায় সেগুলো নোনা জলের কুমির। আর এই কুমিরটি মিষ্টি জলের বলেই ওকে ফারাক্কায় ছাড়া হয়েছে। কুমিরটি নদী থেকে প্রায় ২০০ মিটার দূরের এক জলাশয়ে ছিল। তখনই ওকে স্থানীয় গ্রামবাসীরা দেখেতে পান। কিন্তু জলাশয়টি কুমিরের পক্ষে নিরাপদ নয়। তাই তাকে উদ্ধার করে ফারাক্কায় ছাড়া হয়েছে। বাউড়ি জানিয়েছেন, ভাগীরথীতে থাকলে ওকে ধরাই হত না।