বিহারের গুহায় খোঁজ মৌর্য সাম্রাজ্যের গুপ্তধনের

বিহারের গুহায় খোঁজ মৌর্য সাম্রাজ্যের গুপ্তধনের

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৯ আগষ্ট, ২০২২

বিহারের রাজগিরে বৈভব পর্বতের সোনভাণ্ডার গুহায় খোঁজ পাওয়া গেল মৌর্য সাম্রাজ্যের স্থাপত্যের নিদর্শন। গুহার প্রত্যেকটি দেওয়ালে রয়েছে সেই স্থাপত্য। জানা গিয়েছে, মৌর্য বংশের রাজা বিম্বিসারের বিশ্রামকক্ষ ছিল পর্বতের পশ্চিম দিকের গুহা। সেখানে তার অনেক ধনসম্পদ লুকোনো ছিল। নিজের ছেলের হাত থেকে সেগুলোকে বাঁচাতেই সেটা করা। ছেলের হাতেই গৃহবন্দি হয়ে খ্রীষ্টপূর্ব ৪৯১-এ বিম্বিসার মারা যান। কিন্তু সেই ধনসম্পদের খোঁজ কিন্তু আজও পাওয়া যায়নি।
প্রত্নতত্ববিদরা জানিয়েছেন, প্রথমত এই গুহা প্রাকৃতিক নয়, তৈরি করা হয়েছে। সম্ভবত তৃতীয় বা চতুর্থ শতাব্দীতে। বলা হয় বৈভব পর্বতের মধ্যে দুটো গুহা তৈরি করেছিলেন ভৈরদেব নামের এক জৈন সন্ন্যাসী। দ্বিতীয়ত, প্রত্নত্ত্ববিদরা আরও এক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন যে, গুহার দেওয়ালে দরজার মত একটি কাঠামো আছে। সেখানে অজানা ভাষায় অনেক কথা লেখা রয়েছে। সেই ভাষা পড়তে পারলেই বেরিয়ে আসবে বিম্বিসারের রাখা আড়াই হাজার বছর আগে লুকিয়ে রাখা গুপ্তধনের ভাণ্ডার! এই গুহাকেই স্থানীয় বাসিন্দারা বলেন বিম্বিসারের গুহা। এই লুকনো গুপ্তধন পাওয়ার কম চেষ্টা হয়নি। এমনকী ব্রিটিশরাও কামান দেগে গুহার কিছু অংশ ধ্বংস করেছিল। তবু সেই গুপ্তধন পাওয়া যায়নি।