বুর্জ খলিফার তুলনায় বড় আকারের গ্রহাণু

বুর্জ খলিফার তুলনায় বড় আকারের গ্রহাণু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ জানুয়ারী, ২০২২

মার্কিন স্পেস এজেন্সি নাসা (NASA) জানিয়েছে, দুবাইয়ের বুর্জ খলিফার (Burj Khalifa) থেকেও আকার-আয়তনে বড় একটি অ্যাস্টেরয়েড (Asteroid) বা গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাবে ১৮ জানুয়ারি, মঙ্গলবার। ঘণ্টায় প্রায় ৪৩ হাজার মাইল বেগে ছুটে যাবে এই গ্রহাণু। দৈত্যাকার এই গ্রহাণু (Giant Asteroid) সম্পর্কে আর কী কী জানিয়েছে নাসা, সেটাই এবার জেনে নেওয়া যাক। জানা গিয়েছে এই স্পেস রক ডেব্রিস বা মহাকাশের পাথরের ধ্বংসাবশেষ অর্থাৎ ওই অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর নাম 7482 (1994 PC1)। এই গ্রহাণু এক কিলোমিটারের বেশি, বলা হচ্ছে এটি প্রায় ১০৫২ মিটার (৩.৪৫১ ফুট) চওড়া। দুবাইয়ের বুর্জ খলফার থেকেই এই আকার-আয়তন বড়।
বিশ্বের সর্বোচ্চ বহুতল বুর্জ খলিফার ৮৩০ মিটার (২৭২৩ ফুট) লম্বা। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটা, তার থেকে অন্তত পাঁচগুণ বেশি দূরে রয়েছে এই গ্রহাণু। শোনা গিয়েছে, এই সুবিশাল গ্রহাণু পৃথিবী থেকে ১.৯৩ মিলিয়ন মাইল দূর দিয়ে ধাবিত হবে। ১৯৯৪ সালে রবার্ট ম্যাকনট প্রথম এই গ্রহাণু আবিষ্কার করেছিলেন। অস্ট্রেলিয়ার সাইডিং স্প্রিং অবজারভেটরি থেকে এই গ্রহাণু আবিষ্কার করা হয়েছিল।