বৃষ্টি হতেই থাকবে আগস্ট জুড়ে

বৃষ্টি হতেই থাকবে আগস্ট জুড়ে

বিজ্ঞানভাস সংবাদদাতা
Posted on ৯ আগষ্ট, ২০২১

বৃষ্টি কিন্তু এখনই পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের। ঘূর্ণাবর্ত একবার উত্তরে একবার দক্ষিণে সরছে। তাই বৃষ্টিপাতও দুই বঙ্গের মধ্যে পেন্ডুলামের মতো ঘোরাফেরা করছে। কখনও দক্ষিণে তুমুল বৃষ্টি, কখনও উত্তরে। গত সপ্তাহে ভেসেছে দক্ষিণবঙ্গ। এবার জোরদার বৃষ্টি শুরু হয়েছে উত্তরে। আবহবিদেরা বলছেন, ঘূর্ণাবর্ত উত্তরে সরে যাওয়ায় মৌসুমী অক্ষরেখা এখন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের উপরে অতি সক্রিয়। তাই সেখানে তুমুল বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একেবারেই হবে না, তা কিন্তু নয়। এখানেও দুই এক পশলা বৃষ্টি চলতেই থাকবে। এ সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদেরা। পুরো আগস্ট মাসটাই এরকম চলবে বলে হাওয়া অফিস সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twelve =