বৃহস্পতির ‘দানব ঝড়’ শুধু চওড়া নয়, ঘনও

বৃহস্পতির ‘দানব ঝড়’ শুধু চওড়া নয়, ঘনও

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ নভেম্বর, ২০২১

বৃহস্পতির গায়ে বিরাট এক লাল স্পট। জ্যোর্তিবিজ্ঞানীরা একে বলছেন ‘দানব ঝড়’। এত বড় যে গোটা পৃথিবীকে গিলে খেয়ে ফেলতে পারে! নাসার জুনো স্পেসক্রাফট থেকে আবিষ্কৃত হয়েছে, দেখেছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। চওড়ায় এই স্পট ১০ হাজার মাইল! ঘনত্বে ২০০ থেকে ৩০০ মাইল! জুনো স্পেসক্রাফট থেকে ৩-ডি ইমেজে তোলা ছবিতে এই ‘দানব ঝড়’কে এক বিশাল মোটা প্যানকেকের মত দেখাচ্ছে। এই মিশনের নেতৃত্বে থাকা প্রধান বিজ্ঞানী স্কট বলটন জানিয়েছেন, এই দানব ঝড় হয়ত ধীরে ধীরে নিচের দিকে মিলিয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে বৃহস্পতির এই ‘গ্রেট রেড স্পট’ এখনও পর্যন্ত তাদের দেখা সর্ববৃহৎ ‘জোভিয়ান ঝড়’। যেটুকু ঘনত্ব জুনো দেখতে পেয়েছে, বলটন বলছেন সেটাই শেষ নয়! আরও আছে। এখনও গভীরতম ঘনত্ব দেখা যায়নি। ২০১৬ থেকে গত পাঁচ বছর ধরে নাসার এই জুনো উপগ্রহ বৃহস্পতির কক্ষে প্রদক্ষিণ করে যাচ্ছে। ২০২৫ অবধি এই প্রদক্ষিণ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =