বৃহৎ গোলাপি হীরের সন্ধান খনিতে

বৃহৎ গোলাপি হীরের সন্ধান খনিতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১ আগষ্ট, ২০২২

‘দ্যা লুলো রোজ’- এই নামটিই রাখা হয়েছে হিরেটির। ১৭০ ক্যারেট বা ৩৪ গ্রাম ওজনের গোলাপি হিরেটি পাওয়া গেছে উত্তর পূর্ব অ্যাঙ্গোলায় একটি খনিতে। খনির নাম লুলো। তাই এমন নাম রেখেছেন ঐ খনির অস্ট্রেলিয়ান পরিচালনকারীরা। বলা হচ্ছে গত তিনশো বছরে এ ধরনের যত হীরার টুকরো খনিতে পাওয়া গেছে তার মধ্যে এটিই সবচেয়ে বড়। প্রসঙ্গত পৃথিবীর সবচেয়ে বড় গোলাপি হীরক খন্ডটি ১৮৫ ক্যারেটের। নাম – দরিয়া ই নূর। কাটা হয়েছিল অন্তত তিন শতক আগে ভারতে পাওয়া একটি খনিজ হীরক খন্ড থেকে। সাধারণ হীরের তুলনায় গোলাপি রঙের হীরেকে অতি দুর্লভ বলে মানা হয়। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে রাষ্ট্রীয় হীরে বিপনন কোম্পানি এটিকে বিক্রি করবে বলে জানানো হয়েছে। অ্যাঙ্গোলার খনিজ সম্পদ মন্ত্রী ডিয়ামান্টিনো আজেভেডো এক বিবৃতিতে এই হীরে পাওয়ার খবরকে স্বাগত জানান। উল্লেখ্য গোলাপী সমেত সাধারণ হীরের কথা ধরলে খনি থেকে আজ অব্ধি পাওয়া সর্ববৃহৎ হীরেটি হলো ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩১০৭ ক্যারেটের একটি হীরে। যা শেষ অবধি ১০৫ টুকরো করে কাটা হয়।