বেঁটে হয়ে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানার জিরাফ!

বেঁটে হয়ে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানার জিরাফ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মার্চ, ২০২২

সংকটে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ। কারণ সদ্যোজাত জিরাফ লম্বা হচ্ছে না প্রত্যাশামত! সাধারণত একটি প্রাপ্তবয়স্ক জিরাফের উচ্চতা হয় ১৫ থেকে ২০ ফুট। সেখানে দেখা যাছে আলিপুর চিড়িয়াখানায় সদ্যোজাত জিরাফ পরিবারের সদস্যদের উচতা ১০ থেকে ১২ ফুটের বেশি হচ্ছে না। চিড়িয়াখানার প্রাণী বিশেষজ্ঞদের মতে, প্রজনন সিস্টেমের জন্যই জিরাফ আর উচ্চতায় বাড়ছে না এখানে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ অনেকবছর ধরে একই প্রকৃতির দুই জিনের মধ্যে প্রজননের ফলে শরীরবিজ্ঞানের নিয়মেই গুণাবলী নষ্ট হয়ে যাচ্ছে নবজাতকদের। জিরাফের ক্ষেত্রেও যার প্রতিফলন প্রকট হচ্ছে উচ্চতা কমে গিয়ে। ১৮৭৫ সালে শুরু হওয়া আলিপুর চিড়িয়াখানায় প্রথম একজোড়া জিরাফ দম্পতিকে আনা হয়েছিল জার্মানি থেকে ১৯৮৬-তে। তাদেরই বংশবৃদ্ধিতে আজ আলিপুর চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা ১১টি। যার মধ্যে সাতটি স্ত্রী আর চারটি পুরুষ।
এখন সমস্যা মেটাতে চিড়িয়াখানার কর্তৃপক্ষ আবার ৩৬ বছর পর জার্মানির কোনও চিড়িয়াখানা থেকে একজোড়া জিরাফ দম্পতি আনার কথা ভাবছে। প্রাণীবিজ্ঞানীদের মত, বাইরে থেকে অন্য জিনের সঙ্গী এনে তার সঙ্গে স্ত্রী জিরাফের প্রজনন ঘটাতে পারলে তবে জিরাফের উচ্চতা আবার স্বাভাবিক হবে।