
নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে, সম্প্রতি বৈজ্ঞানিকরা বেণু (Bennu) নামের গ্রহাণু থেকে সংগৃহীত ধূলি বিশ্লেষণ করে জীবনের রাসায়নিক গঠনের গুরুত্বপূর্ণ উপাদানগুলি পেয়েছেন। নাসার অসিরিস রেক্স (Osiris Rex) নামক মহাকাশযানটি বেণু থেকে ২০২৩ সালে নমুনা সংগ্রহ করেছিল, যার মধ্যে অনেক খনিজ এবং জৈব যৌগের উপস্থিতি রয়েছে। এগুলির মধ্যে রয়েছে আমিনো অ্যাসিড, যা প্রোটিন তৈরি করে, সেইসাথে আছে নিউক্লিওবেস যা ডিএনএ-এর মৌলিক উপাদান।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের অধ্যাপক সারা রাসেল এই আবিষ্কারে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, এটি পৃথিবীতে জীবনের উৎস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশ্লেষণটি থেকে এই সম্ভাবনা বেরিয়ে আসে যে বেণুর মতো গ্রহাণুগুলি সম্ভবত লক্ষ লক্ষ বছর আগে আমাদের গ্রহে এবং সম্ভবত সৌরজগতের অন্যান্য গ্রহেও এই গুরুত্বপূর্ণ উপাদানগুলি বিতরণ করেছিল। গবেষণাটি বেণুর নমুনার গুরুত্বকে তুলে ধরে, যার মধ্যে রয়েছে নাইট্রোজেন এবং কার্বন-সমৃদ্ধ যৌগ, সেইসাথে খনিজ এবং লবণ যা পূর্বে থাকা জলের উপস্থিতি নির্দেশ করে। এটি পৃথিবীতে জৈব পদার্থ এবং জল আনার ক্ষেত্রে গ্রহাণুদের ভূমিকার ক্রমবর্ধমান প্রমাণে আরও তথ্য যোগ করেছে।
ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ডাঃ অ্যাশলে কিং ব্যাখ্যা করে বলেন যে, গ্রহাণুগুলির সংঘর্ষ আমাদের গ্রহে জীবন বজায় রাখার উপাদানগুলি জোগান দিয়েছিল। তবে এখন পর্যন্ত পৃথিবীই একমাত্র স্থান যেখানে জীবনের সন্ধান পাওয়া গেছে। বেণু থেকে পাওয়া ধূলির পরিমাণ মাত্র ১২০ গ্রাম হলেও, তা নতুন তথ্য সরবরাহ করে চলেছে এবং আগামী দশক জুড়ে এ গবেষণায় উন্নতি ঘটানোর প্রতিশ্রুতি দিচ্ছে। এই গবেষণা পৃথিবীর বাইরে জীবনের সম্ভাব্য অস্তিত্বের অনুসন্ধানে অনুপ্রেরণা জোগাচ্ছে।