বৈজ্ঞানিক যন্ত্র তৈরি করে চমক গ্রামের ছেলের

বৈজ্ঞানিক যন্ত্র তৈরি করে চমক গ্রামের ছেলের

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৩০ জুন, ২০২২

নষ্ট হয়ে যাওয়া জলের পাম্পের ইঞ্জিন দিয়ে পাওয়ার ট্রিলার তৈরি করে চমক প্রত্যন্ত গ্রামের এক কলেজের ছাত্রের। নাম কাজল গড়াই। বয়স ২০ বছর। পুরুলিয়ার পাড়া বিধানসভার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত একেবারে প্রত্যন্ত, বড়রা গ্রামের বাদ্যকার পাড়ার বাসিন্দা। কাজল গড়াই সাঁওতালডিহি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। চাষের কাজে পাওয়ার-ট্রিলার ব্যবহার গ্রামের সকলেই দেখেছেন। আর সেটা দেখার পরই তাঁর মাথায় আসে এই যন্ত্রটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করার। এক মাসের প্রচেষ্টায় সফলও হয়েছেন। এখন তা দিয়েও জমিতে মাটি তৈরি করা যাচ্ছে। বাড়িতে বাবা মা ছাড়াও থাকেন দাদা জীবন গরাই। দাদা পেশায় রাজমিস্ত্রী। দাদার ও বাবার উপার্জনেই চলে সংসার। তিনি জানান, দাদা রাজমিস্ত্রীর কাজ করার জন্য বাবার সাথে চাষের কাজে সময় দিতে পারে না। তাঁকেও যেতে হয় কলেজে। তবে কলেজের ফাঁকেও তিনি বাবাকে চাষের কাজে সাহায্য করেন। আরও বেশি কীভাবে চাষের কাজে বাবাকে সাহায্য করা যায়, সেই ভাবনা থেকেই তার এই যন্ত্র তৈরি করা। কারণ, পাওয়ার ট্রিলার কেনার সামর্থ্য নেই। অনেক দাম। আবার ভাড়ায় চাষ করলে অনেক বেশি খরচ। ইতিমধ্যেই তাঁর এই নতুন যন্ত্রটি এলাকায় সাড়া ফেলে দিয়েছে। প্রশাসনের কর্তারাও তাঁর এই অভিনব আবিষ্কারকে গুরুত্ব দিয়ে জানিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে যাতে আর্থিক সহায়তায় কাজল আরও কিছু তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =