ব্রিটেনে প্লাস্টিক সাফাই অভিযান

ব্রিটেনে প্লাস্টিক সাফাই অভিযান

বিজ্ঞানভাষ
Posted on ১০ ফেব্রুয়ারী, ২০২২

২০২২-এ ইংল্যান্ডের ১৬ কিলোমিটার অঞ্চল জুড়ে সাফাই হবে প্লাস্টিক। ২০২১ থেকে এই কাজ শুরু করেছে ইংল্যান্ডের কর্নওয়ালের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের পরিকল্পনা, ২০৩০ পর্যন্ত প্রত্যেক বছর গোটা ইংল্যান্ড জুড়ে প্লাস্টিক সাফাইয়ের কাজ চলবে। ২০২১-এ এই সংস্থার ২০ হাজার স্বেচ্ছাসেবী ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের অঞ্চল জুড়ে ৭৯ হাজার কেজি প্লাস্টিক সাফাই করেছিলেন। সংস্থার তরফে জানানো হয়েছে গোটা দেশ জুড়ে এই কাজে বর্তমানে যুক্ত হয়েছেন ১ লক্ষ ৪২ হাজার মানুষ। সংস্থার অন্যতম আধিকারিক অ্যামি স্ল্যাক বলেছেন, “যে অঞ্চলগুলোয় প্লাস্টিক সাফাইয়ের কাজ হচ্ছে সেখানকার মানুষ এখন বুঝতে পারছেন, কাজটা কতটা প্রয়োজনীয় ছিল। আর এবছরে আমরা শুধু প্লাস্টিক দূষণ সাফাইয়ের কাজই করছি না, মানুষকে সচেতনতার প্রচারও করছি। যাতে প্লাস্টিক ব্যবহারের কাজটাই দেশের নাগরিক ধীরে ধীরে বন্ধ করে দেন।”