ব্লিচিংয়ে বিপর্যস্ত গ্রেট ব্যারিয়ার রিফ

ব্লিচিংয়ে বিপর্যস্ত গ্রেট ব্যারিয়ার রিফ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ মে, ২০২২

ধোলাই হয়ে গিয়েছে গ্রেট ব্যারিয়ার রিফের!। বিশ্বের সাতটা আশ্চর্যের একটা এই গ্রেট ব্যারিয়ার রিফের বিস্ময়কর কোরালদের বংশ। অষ্ট্রেলিয়ার সরকারি বিজ্ঞানীরা জানিয়েছেন বিশ্ব উষ্ণায়নে চলতি বছর ৯০ শতাংশ কোরালের ব্লিচিং হয়ে গিয়েছে। ইতিমধ্যে, ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত নেওয়া পরিসংখ্যান জানাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফের দুই-তৃতীয়াংশ কোরাল এই উষ্ণায়নে ব্লিচিংয়ের শিকার হয়ে বিপর্যস্ত। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রাও দ্রুত ওঠানামা করেছে লা নিনা-র সৌজন্যে। গ্রেট ব্যারিয়ার রিফের ইকোসিস্টেম বজায় রাখার মূল দায়িত্বে থাকা বিজ্ঞানী ডেভিড ওয়েচেনফিল্ড অবশ্য আশাবাদী যে, প্রায় সাদা হয়ে যাওয়া কোরালগুলো এই ধাক্কা সামলে আবার পুরনো রং নিয়ে ফিরবে। কিন্তু ২০১৬ থেকে ২০২০-এই পাঁচ বছরে ধোলাই হওয়া কোরালদের অধিকাংশই আর বাঁচেনি। অষ্ট্রেলিয়ার ক্লাইমেট কাউন্সিলের এক বিজ্ঞানী সাইমন ব্র্যাডশ অবশ্য উদ্বিগ্ন এই ভেবে যে, উষ্ণতা যদি আরও বাড়তে থাকে তাহলে কোরালদের আর বাঁচানো যাবে না। গত ডিসেম্বর ছিল অষ্ট্রেলিয়ার গত ১৩২ বছরে সর্বোচ্চ উষ্ণ মাস! ৩ লক্ষ ৪৮ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে ২৫০০ প্রবালদের এই প্রাচীর। সেই প্রাচীর আজ বিপন্ন। দেশের সরকার বিপন্ন প্রাচীরকে বাঁচাতে রাস্তায় নেমেছেন কি না সেই সম্পর্কে এখনও অষ্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কিছু জানায়নি। শুধু ঠাণ্ডা ঘরে বসে তাদের প্রতিশ্রুতি, ২০৩০-এর মধ্যে কার্বন নিঃসরণ ২৮ শতাংশ কমিয়ে ফেলা হবে!