ভবিষ্যতের ক্ষুদ্র লেজার প্রযুক্তি

ভবিষ্যতের ক্ষুদ্র লেজার প্রযুক্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ জানুয়ারী, ২০২৬

লেজার আজকের আধুনিক সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ। নির্ভুল পরিমাপ, উচ্চগতির যোগাযোগ, স্বয়ংচালিত যানবাহন কিংবা পরিবেশ পর্যবেক্ষণ—সব ক্ষেত্রেই লেজার প্রযুক্তির ভূমিকা মৌলিক। তবে উচ্চক্ষমতাসম্পন্ন লেজার মানেই এতদিন ছিল বড় আকার, উচ্চমূল্য এবং জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইউরোপের গবেষকদের তৈরি একটি নতুন প্রজন্মের ক্ষুদ্র লেজার।

নরওয়ের নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এন টি এন ইউ), সুইজারল্যান্ডের ই পি এফ এল এবং প্রযুক্তি প্রতিষ্ঠান লাক্সটেলিজেন্স এস এ -এর যৌথ উদ্যোগে তৈরি এই লেজারটি আকারে ছোট হলেও কার্যক্ষমতায় প্রচলিত বহু লেজারকে ছাড়িয়ে গেছে। নেচার ফোটোনিক্সে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই লেজার দ্রুত, স্থিতিশীল, শক্তিশালী এবং তুলনামূলকভাবে কম খরচে উৎপাদনযোগ্য। গবেষণার নেতৃত্ব দেন এন টি এন ইউ-এর সহযোগী অধ্যাপক ইয়োহান রিমেন্সবার্গার।

এই লেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর সূক্ষ্ম নিয়ন্ত্রণযোগ্যতা। প্রচলিত অনেক লেজারে কম্পাঙ্ক বদলাতে গেলে হঠাৎ মানের ওঠা-নামা দেখা যায়,যা নির্ভুল মাপজোখে বাধা সৃষ্টি করে। কিন্তু এই ক্ষুদ্র লেজারে কম্পাঙ্ককে খুব মসৃণভাবে ও দ্রুত সুসমঞ্জস্ করা যায়, তাও মাত্র একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে।বাস্তব প্রয়োগে এ এক বড় সুবিধা।

এই উদ্ভাবনের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে স্বয়ংচালিত গাড়ি প্রযুক্তিতে। লিডার ব্যবস্থার মাধ্যমে গাড়ি চতুষ্পর্শ্বের একটা ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে। গবেষকদের মতে, নতুন এই লেজার প্রায় চার সেন্টিমিটার পর্যন্ত নির্ভুলতায় দূরত্ব নির্ণয় করতে সক্ষম, যা নিরাপদ ও কার্যকর স্বচালিত যান ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবেশ ও নিরাপত্তা পর্যবেক্ষণেও এই লেজার নতুন সম্ভাবনা তৈরি করেছে। গবেষণায় দেখা গেছে, এটি বাতাসে হাইড্রোজেন সায়ানাইডের মতো মারাত্মক বিষাক্ত গ্যাস দ্রুত শনাক্ত করতে পারে। শিল্প দুর্ঘটনা, রাসায়নিক কারখানা বা জরুরি পরিস্থিতিতে এমন দ্রুত শনাক্তকরণ প্রযুক্তি প্রাণরক্ষা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো, এই লেজার তৈরি হয়েছে যে-চিপ প্রযুক্তি দিয়ে, তা ইতিমধ্যেই বিদ্যমান। ফলে এটি সহজেই ব্যাপক হারে ও কম খরচে উৎপাদন করা সম্ভব। গবেষকদের আশা, এই উদ্ভাবন ভবিষ্যতে ছোট, সস্তা কিন্তু উচ্চক্ষমতাসম্পন্ন পরিমাপ যন্ত্র ও যোগাযোগ ব্যবস্থার পথ খুলে দেবে।

 

সূত্র: Ultrafast tunable photonic-integrated extended-DBR Pockels laser by Anat Siddharth, Simone Bianconi,et.al; Nature Photonics, 2025; 19 (7): 709 DOI: 10.1038/s41566-025-01687-0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =