ভবিষ্যৎ মহাকাশ গবেষণার নকশা

ভবিষ্যৎ মহাকাশ গবেষণার নকশা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ ডিসেম্বর, ২০২৫

বিগত ২৫ বছরের বেশি সময় ধরে মহাকাশে গবেষণা ও মানব উপস্থিতির কেন্দ্র হিসেবে কাজ করেছে ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)’ । তবে আই এস এস এখন পুরনো হয়ে যাছে। ভবিষ্যতে এর কাঠামোগত ও নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা দেখা দেবে। তাই ২০৩১ সালের মধ্যে এটিকে কক্ষপথ থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আই এস এস –এর পর কী হবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে এখন বাণিজ্যিক মহাকাশ সংস্থাগুলি বেশ সক্রিয়। অ্যাক্সিওম স্টেশন ও অরবিটাল রিফের মতো নতুন মডিউলার স্টেশনগুলির নকশা আই এস এস –এর মতোই। সেগুলোতে একাধিক অংশ জুড়ে স্টেশন তৈরি করা যাবে। আবার ভাস্ট কোম্পানির হ্যাভেন-১ একক মডিউলভিত্তিক। ২০২৬ সালে এটি উৎক্ষেপণের কথা রয়েছে। স্টারল্যাব নামের আরেকটি প্রকল্পে দুটি মডিউল থাকবে। একটিতে থাকবে বাসযোগ্য অংশ ও আরেকটিতে পরিষেবা দেওয়ার অংশ। এর পাশাপাশি সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে কাজ করছে অরেলিয়া ইনস্টিটিউট। তাদের TESSERAE প্রযুক্তিতে টাইলের মতো ছোট অংশ মহাকাশে নিজে নিজে জুড়ে বড় বাসযোগ্য কাঠামো তৈরি করতে পারে। এর লক্ষ্য হল, মহাকাশে গবেষণার জন্য জায়গার অভাব দূর করা। কম খরচে রকেট ব্যবহারের ফলে এখন উৎক্ষেপণ আর প্রধান সমস্যা নয়, বরং গবেষণার জন্য পর্যাপ্ত স্থান পাওয়াই সমস্যা। TESSERAE টাইলগুলি মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে গোলাকার কাঠামোতে যুক্ত হয়। যা এককভাবে বা একসঙ্গে বড় স্টেশন তৈরি করতে পারে। এর আকার, ব্যবহার ও ভিতরের সুবিধা, সহজেই বদলানো সম্ভব। ইতিমধ্যে পৃথিবীতে এর পূর্ণাঙ্গ মডেল তৈরি হয়েছে। আই এস এস –এ ছোট আকারে পরীক্ষা চালানো হয়েছে। আগামী পাঁচ বছরে, মানববিহীন একটি পূর্ণাঙ্গ কক্ষপথীয় জৈব গবেষণাগার তৈরির পরিকল্পনা আছে। মানুষের বসবাসের উপযোগী কাঠামো তৈরি হতে সময় লাগবে আরও ৭–১০ বছর। এই প্রযুক্তি শুধু পৃথিবীর কক্ষপথেই নয়, ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল অভিযানে ব্যবহার করা যাবে। পাশাপাশি এ থেকে উদ্ভূত পার্শ্ব প্রযুক্তি পৃথিবীতেও কাজে লাগতে পারে। যেমন, সৌরশক্তি উৎপাদন, দূষণকারী শিল্প স্থানান্তর বা দুর্যোগকবলিত এলাকায় দ্রুত আশ্রয় নির্মাণ। অরেলিয়ার মতে, এই প্রযুক্তির প্রথম লক্ষ্য হওয়া উচিত ‘পৃথিবীর মঙ্গল সাধন’। সব মিলিয়ে, আই এস এস-এর উত্তরসূরি তৈরির এই প্রচেষ্টা, মহাকাশে মানবজাতির উপস্থিতি বাড়ানোর পাশাপাশি পৃথিবীর জীবনমান উন্নত করার কাজেও লাগতে পারে। ভবিষ্যৎই বলে দেবে এর পূর্ণ ফলাফল কি হতে চলেছে।

 

সূত্র : After the ISS: What Comes Next? Museum of Science; Dec, 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =